Image

প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছেন তামিম ইকবাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছেন তামিম ইকবাল

প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছেন তামিম ইকবাল

প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছেন তামিম ইকবাল

ধারাভাষ্য করার ইচ্ছা নানা সময়ে জানাতে দেখা গেছে তামিম ইকবালকে। এর মাঝে বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। এবার তামিম গেলেন দেশের বাইরে, আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজে মাইক্রোফোন হাতে দেখা মিলবে তামিমের। আজ সকালে চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাবেক এই অধিনায়ক। 

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতে এখন নাজমুল হোসেন শান্তর দল। দুই টেস্টের সিরিজ শেষ হওয়ার পর শুরু টি–টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর। এর আগেই আজ দেশ ছেড়ে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইতে পৌঁছেছেন ধারাভাষ্যকার তামিম ইকবাল। 

গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ধারাভাষ্যে অভিষেক হয় তামিমের। মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে তামিম মাইক্রোফোন হাতে দেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন, দর্শকদের দিয়েছেন উন্মাদনা। এর আগে ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্যে এসেছিলেন তামিম। 

ফিটনেস ইস্যুতে আপাতত মাঠের বাইরে তামিম ইকবাল। জাতীয় দলের সাথে তামিম না থাকলেও যাবেন ভারত সফরে। আসন্ন সিরিজে ধারাভাষ্য দেবেন। এর আগে ধারাভাষ্য করলেও এবারই প্রথম দেশের বাইরে কোনো আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যাবে বাংলাদেশের এই ওপেনারকে। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের সাথে চুক্তি সেরে আজ বসলেন প্রথম টেস্টের ভেন্যুতে। 

জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তো ২০২০ সালের মার্চের পর অবসরই নিয়ে নিয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three