Image

ভারত সফরে টেস্ট স্কোয়াডে নতুন মুখ জাকের, নেই শরিফুল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারত সফরে টেস্ট স্কোয়াডে নতুন মুখ জাকের, নেই শরিফুল

ভারত সফরে টেস্ট স্কোয়াডে নতুন মুখ জাকের, নেই শরিফুল

ভারত সফরে টেস্ট স্কোয়াডে নতুন মুখ জাকের, নেই শরিফুল

ভারত সফরের জন্য বাংলাদেশ টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে গিয়ে চোট পাওয়া শরিফুল ইসলাম নেই ভারতে টেস্ট সিরিজে। স্কোয়াডের একমাত্র আনক্যাপড খেলোয়াড় জাকের আলি অনিক। 
 
আজ এক বিবৃতিতে ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চেন্নাই এবং কানপুরে দুটি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৭ সেপ্টেম্বর। 

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো ১৬ সদস্যের দলে একটি পরিবর্তন করা হয়েছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এখনও কুঁচকির চোট থেকে পুরোপুরিভাবে সেরে উঠতে পারেননি, তাই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। দলে ডাক পেলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। ২৬ বছর বয়সী জাকের আলি এই স্কোয়াডের একমাত্র আনক্যাপড খেলোয়াড়। 
 
বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলি অনিক। 

Details Bottom