'আমি আমার জায়গায়', কারও সাথে তুলনায় মিরাজের আপত্তি
'আমি আমার জায়গায়', কারও সাথে তুলনায় মিরাজের আপত্তি
'আমি আমার জায়গায়', কারও সাথে তুলনায় মিরাজের আপত্তি
বাংলাদেশ দলে সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরী মনে করা হয় মেহেদী হাসান মিরাজকে। মিরাজের মধ্যে সাকিবের বিকল্প হয়ে ওঠার সম্ভাবনার কথা মিরপুর টেস্টের আগের দিন বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নিজেকে অন্য খেলোয়াড়ের সাথে তুলনা না করলেই ভালো জানালেন মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট ম্যাচের পরে সংবাদ সম্মেলনে সাকিবের সাথে নিজের তুলনায় আপত্তি জানিয়ে মিরাজ বলেন, "সবাই সবসময় একটা কথা বলেন সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর খেলেছেন, একজন লিজেন্ড প্লেয়ার। আমি মাত্র রান করা শুরু করেছি ১-২ বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে। উনি উনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সাথে তুলনা না করলেই ভালো। আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। আমার সময় আসলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।"
সাকিবের সাথে মিরাজের তুলনা করলেও সাকিবের মত মিডল অর্ডারে নয় বরং মিরাজকে দিনের পর দিন ব্যাটিং করতে হচ্ছে ৮ নাম্বারে। তাই বার বার ই উঠে আসে ব্যাটিংয়ে অর্ডারে তার প্রমোশনের কথা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরেও মিরাজের কাছে একই প্রশ্ন..
মিরাজ জানালেন, "এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দলের ভালোর জন্য কোথায় খেলা প্রয়োজন এটা তারা নির্ধারণ করবেন। "
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মিরাজ, করেছেন ৯৭ রান। সে প্রসঙ্গে তিনি বলেন, "একটা ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস হলে অবশ্যই খারাপ লাগবে। অবশ্যই খারাপ লাগছে। সেঞ্চুরির চেয়ে পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও ভালো লাগত। সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি, চিন্তা করেছিলাম দলকে কোথায় নিয়ে যেতে পারি।"
মিরপুর টেস্টে হারের সম্পূর্ণ দায় খেলোয়াড়দের জানিয়ে মিরাজ বলেন, "হোমে তো সবারই প্রত্যাশা থাকে, প্রত্যেকেরই। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি স্বীকার করছি। যেহেতু মিরপুরকে আমরা সবচেয়ে ভালো জানি। সম্পূর্ণ দায় আমরা খেলোয়াড়রাই নিব। এখনও একটা ম্যাচ আছে। পরের ম্যাচ জিততে পারলে আশা করি ভালোভাবে কামব্যাক করতে পারব।"
মিরপুর টেস্টের ঘাটতি চট্টগ্রাম টেস্টে কাটিয়ে ওঠার প্রত্যাশা মিরাজের, "হারলে খারাপ লাগে। ভেঙে পড়লে চলবে না। সামনে আরেক টেস্ট আছে, এটা নিয়ে পরিকল্পনা করব। যে ঘাটতি ছিল চেষ্টা করব যত দ্রুত কাটিয়ে ওঠা যায়।"