Image

আইসিসির নির্বাচনী প্রক্রিয়া শুরু; আসছে পরিবর্তন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির নির্বাচনী প্রক্রিয়া শুরু; আসছে পরিবর্তন

আইসিসির নির্বাচনী প্রক্রিয়া শুরু; আসছে পরিবর্তন

আইসিসির নির্বাচনী প্রক্রিয়া শুরু; আসছে পরিবর্তন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ নভেম্বর । আইসিসি চেয়ারম্যানের পদের তৃতীয় মেয়াদের জন্য আগ্রহী নন তিনি। আইসিসির ভার্চুয়াল বোর্ড সভার পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি। বার্কলের এমন সিদ্ধান্তের ফলে বর্তমান পরিচালকদের আগামী ২৭ আগস্টের মধ্যে পরবর্তী চেয়ারম্যানের জন্য মনোনয়ন জমা দিতে বলা হয়েছে।

বার্কলের পরবর্তীতে কে হতে পারেন আইসিসির পরবর্তী চেয়ারম্যান? জোরালো গুঞ্জন রয়েছে সেটি হতে পারেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

জয় শাহকে নিয়ে আইসিসির একটি সূত্র জানিয়েছে, 'নির্বাচনের জন্য কমপক্ষে একজন অতিরিক্ত প্রার্থীকে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে এবং এটি আদৌ কোন প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা তা পরিষ্কার নয়। কারণ এটা নির্ভর করবে জনাব জয় শাহ কী সিদ্ধান্ত নেবেন তার উপর। তিনি মনোনয়ন দাখিল করলে কোনো নির্বাচন হবে না। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।'  

জয় শাহ প্রতিদ্বন্দ্বিতা করুক বা না করুক এটা স্পষ্ট যে পরিবর্তন হচ্ছে আইসিসির চেয়ারম্যান। কারণ বর্তমান গ্রেগ বার্কলে তৃতীয় মেয়াদে চেয়ারম্যান না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসি নিশ্চিত করেছে যে তার বর্তমান মেয়াদ নভেম্বরের শেষের দিকে শেষ হওয়ার পরে এই পদ থেকে সরে যাবেন। আগামী ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন নতুন চেয়ারম্যান।

আইসিসি নির্বাচন প্রক্রিয়ার সময়সীমার ব্যাপারে বলেছে, 'বর্তমান পরিচালকদের ২৭ আগস্ট ২০২৪ এর মধ্যে পরবর্তী চেয়ারের জন্য মনোনয়ন দিতে হবে এবং যদি একাধিক প্রার্থী থাকে তবে ১ ডিসেম্বর ২০২৪ তারিখে নতুন চেয়ারম্যানের জন্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।'  

আইসিসির নতুন চেয়ারম্যানের মেয়াদ হবে তিন বছর। বর্তমানে চেয়ারম্যানের মেয়াদ দুই বছরের জন্য। বার্কলে ২০২২ সালের নভেম্বরে পুনঃনির্বাচিত হওয়ার আগে ২০২  সালের নভেম্বরে আইসিসি চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three