Image

চিটাগং কিংসের আর্থিক অনিয়ম নিয়ে বিসিবির কড়া অবস্থান

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 5 মিনিট আগে
চিটাগং কিংসের আর্থিক অনিয়ম নিয়ে বিসিবির কড়া অবস্থান

চিটাগং কিংসের আর্থিক অনিয়ম নিয়ে বিসিবির কড়া অবস্থান

চিটাগং কিংসের আর্থিক অনিয়ম নিয়ে বিসিবির কড়া অবস্থান

বিপিএল আর বিতর্ক যেন সমার্থক হয়ে গেছে। প্রতিটি আসর শেষেই উঠে আসে অনিয়মের অভিযোগ, সৃষ্টি হয় নানামুখী গুঞ্জন। সর্বশেষ বিতর্কের কেন্দ্রে এবার চিটাগং কিংস। প্রথম ও দ্বিতীয় আসরের বকেয়া পরিশোধে ব্যার্থ হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিটির আর্থিক অনিয়মের খবর প্রকাশ্যে এসেছে। বিষয়টি ঘিরে যখন দেশের ক্রিকেট মহলে চলছে নানা জল্পনা কল্পনা, ঠিক তখনই এক বিবৃতির মাধ্যমে ঘটনার বিস্তারিত জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিপিএলের প্রথম (২০১২) ও দ্বিতীয় (২০১৩) আসরের জন্য প্রাপ্য অর্থ পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে এস.কিউ.স্পোর্টস। ফ্র্যাঞ্চাইজি ফি, কর, খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতনসহ বিভিন্ন পাওনা মেটাতে ব্যর্থ হওয়ায় ২০১৩ সাল থেকেই একাধিকবার নোটিশ ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৪ সালের ২০ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হলেও, বিসিবির দাবি অনুযায়ী প্রতিষ্ঠানটি এখনও এক টাকাও পরিশোধ করেনি। ফলে চলতি বছরের ২২ জুলাই বিসিবি চুক্তি বাতিল করে নতুনভাবে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৫০ লাখ টাকা দাবি করেছে। এর মধ্যে মূল বকেয়া ১৫ লাখ ৫০ হাজার ৬৪ ডলার, আর সুদ বাবদ যোগ হয়েছে ২২ লাখ ৩২ হাজার ৯২ ডলার।

বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের মতো ছাড়ে বকেয়া মেটানোর সুযোগ আর নেই। বোর্ডের দাবি, বিপিএলের ১১তম আসরেও খেলোয়াড়, কোচ, হোটেল ও অন্যান্য সরবরাহকারীদের পাওনা পরিশোধ করেনি চিটাগং কিংস। এসব অভিযোগে নিয়মিত নোটিশ যাচ্ছে বিসিবির কাছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সব পাওনা আদায়ে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three