পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে: আহমেদ শেহজাদ
পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে: আহমেদ শেহজাদ
পাকিস্তান ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে: আহমেদ শেহজাদ
বিশ্বকাপ থেকে বিদায়ের ঘন্টা বাজছে পাকিস্তান ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গেলো আসলেই ফাইনাল খেলেছিলো দলটি। সেই দলটি প্রথমে হেরেছে অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারপর হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। অপ্রত্যাশিত দুই হারে টুর্নামেন্ট থেকে অনেকটাই ছিটকে গেছে বাবার আজমের দল।
পাকিস্তানের খেলোয়াড়দের বিশেষ করে অধিনায়ক বাবার আজমের সমালোচনা চলছে বেশ কয়েকদিন ধরেই। এবার সেই সমালোচনায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। বাবরের প্রতি রাগ প্রকাশ করে শেহজাদ বলেন,
'বড় টুর্নামেন্টগুলোতে বাবরের স্কোর, পরিসংখ্যান, গড়, স্ট্রাইক রেটের দিকে তাকান। কেমন ধরনের কিং, বাবর আজম! এমন কিং নিয়ে আমি কী করব যে ম্যাচ জেতাতে পারে না? এরকম কি কোনো পরিসংখ্যান আছে যে, তার বড় স্কোরগুলো এসেছে দলের হারের সময়ে?'
শেহজাদের মতে বাবর আজম বড় দলের বিপক্ষে রান করতে পারেনা, তিনি যে রান করেন তা নিচের সারির দলগুলোর বিপক্ষে, শেহজাদ বলেন 'বাবর বি, সি, ডি ধরনের দলের বিপক্ষে রান করে মানুষকে বোকা বানিয়ে রেখেছে। তার বেতন বাড়িয়ে দিয়েছে পিসিবি যাতে তার খেলার মান বাড়ে। কিন্তু সেই পয়সা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে খরচ করে নিজের ভাবমূর্তি বাড়ানো ছাড়া আর কিছুই করেনি।'
বাবরের বিরুদ্ধে স্বজনপ্রীতির ও অভিযোগ এনেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। পাকিস্তানের ক্রিকেটের ক্ষতির জন্য বাবরকে সরাসরি দায়ী করেছেন তিনি, শেহজাদ বলেন,
'বাবর তার বন্ধুদের দলে নিয়েছে এবং তাদেরকে যোগ্যতা প্রমাণের জন্য ৪০টি করে ম্যাচ খেলার সুযোগ দিয়েছে। এটা পাকিস্তান ক্রিকেটের ক্ষতি করছে। সে এই ৪০ বছর বয়সী ইমরান নাজিরকে ৪০টি ম্যাচ খেলতে দিলে এই বয়সেও সেও তাকে পারফরম্যান্স করে দেখাবে। আমাদের ঘরোয়া পারফর্মারদের উপেক্ষা করা হচ্ছে। তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট খেলতে যাচ্ছে।'