নিউইয়র্কে সর্বোচ্চ টার্গেট টপকে সুপার এইটে গেল ভারত
নিউইয়র্কে সর্বোচ্চ টার্গেট টপকে সুপার এইটে গেল ভারত
নিউইয়র্কে সর্বোচ্চ টার্গেট টপকে সুপার এইটে গেল ভারত
টানা তিন জয়ে গ্রুপ 'এ' থেকে সবার আগে সুপার এইটে পৌঁছে গেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র পেল বিশ্বকাপে প্রথম হারের স্বাদ, নিউইয়র্কে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার দল। স্বদেশী সৌরভ নেত্রভালকারের সামনে লড়াই করতে পারেননি কোহলি-রোহিত। তবুও ভারত পেয়েছে স্বস্তির জয়, সুরিয়া-শিবামের ৬৭ রানের হার-নামা জুটি! এর আগে বল হাতে সুইং আর গতির ঝড় দেখিয়ে আর্শদ্বীপ মাত্র ৯ রান দিয়ে নেন ৪ উইকেট, ম্যাচসেরার পুরষ্কারও তার হাতেই।
টসে জিতে আগে বোলিং বেছে নেন ভারতীয় অধিনায়ক। ইনিংসের প্রথম ডেলিভারিতেই আর্শদ্বীপ সিং শিকার করেন ওপেনার শায়ন জাহাঙ্গীরের উইকেট। ওভারের শেষ বলে আর্শদ্বীপ দখলে নেন আরও এক উইকেট, তিনে নামা আন্দ্রেস গোউস করেন ২। মাত্র ৩ রান খরচায় আর্শদ্বীপ প্রথম ওভারেই পেয়ে যান জোড়া উইকেট। নিউইয়র্কে ভারতের উড়ন্ত সূচনা।
প্রথম পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্র অবশ্য হারায়নি আর কোনো উইকেট, তবে রান করতে পারে কেবল ১৮। অধিনায়ক অ্যারন জোন্স ২২ বল খেলে ১১ রানের বেশি করতে পারেননি। থিতু হয়ে যাওয়া আরেক ওপেনার স্টেভেন টেইলর অবশ্য ২৪ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ টেনেছেন। মাঝে তাকে সঙ্গ দিতে এসে নিতিশ কুমার ২৩ বলে করেছেন ২৭ রান। এটিই যুক্তরাষ্ট্রের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত।
নিতিশ কুমারের পর হারমীত সিংয়ের উইকেটেও পকেটে নিয়েছেন আর্শদ্বীপ। ৪ ওভারের কোটা শেষ করেন ৪ উইকেটে, এর মাঝে রান দিয়েছেন কেবল ৯। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র করতে পারে ১১০ রান।
ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা সৌরভ নেত্রভালকার যে ভারতীয় ব্যাটারদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে, এমনটা আগে থেকেই বলা হচ্ছিল। ম্যাচে হয়েছেও তাই, ভিরাট কোহলিকে দিয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার গোল্ডেন ডাকের লজ্জা নিয়ে প্যাভিলিয়নে ফেরত যান কোহলি।
টানা বাজে ফর্মে কোহলি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ বলে ১ রানে ফিরেছিলেন। পাকিস্তান ম্যাচে ৪ রান করলেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ১ বলের বেশি খেলতে পারেননি। রান তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা। নেত্রভালকার নিজের দ্বিতীয় ওভার করতে এসে ভিরাটের মতো রোহিত শর্মাকেও ফেরালেন। ৬ বলে তিন রান করে তিনি সৌরভ নেত্রভালকারের দ্বিতীয় শিকার হন। ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ২.২ ওভারে ১০ রানে।
পাওয়ার প্লের পর ব্যক্তিগত ১৮ রানে বোল্ড হন তিনে নামা রিশাব পান্ট। এর অবশ্য ভারতের আর বিপদ আসেনি। সুরিয়াকুমার যাদব আর শিবাম দুবের ৬৭ রানের হার-নামা জুটির কল্যাণে ১০ বল আগেই ভারতের ৭ উইকেটের বড় জয়। ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন সুরিয়া, তাকে সঙ্গ দিয়ে ৩৫ বলে ৩১ রান করেন দুবে। টানা তিন জয়ের ফলে গ্রুপের সবার আগে ভারত পৌঁছে গেল সুপার এইট পর্বে।