Image

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন পেসারের উন্নতি, ব্যাটারদের অবনতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন পেসারের উন্নতি, ব্যাটারদের অবনতি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন পেসারের উন্নতি, ব্যাটারদের অবনতি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন পেসারের উন্নতি, ব্যাটারদের অবনতি

চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হেরেছে বাংলাদেশ। পরপর দুই ইনিংসেই দেখা গেছে টাইগার ব্যাটারদের হতাশা। যার প্রভাব পড়ল আইসিসির টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে। শান্ত-সাকিব-সাদমান ছাড়া সেরা একশো'তে থাকা বাংলাদেশের বাকি সব ব্যাটারের হয়েছে অবনতি। বোলিং বিভাগে অবশ্য এগিয়েছেন হাসান-তাসকিন-নাহিদ, তিন জনই আছেন ক্যারিয়ারসেরা রেটিংয়ে।

আইসিসির প্রকাশিত সবশেষ টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের একের পর এক অবনতি। উইকেটকিপার ব্যাটার লিটন দাস ১৫ নম্বর থেকে পাঁচ ধাপ পিছিয়ে এখন বিশে। ৬ ধাপ পিছিয়ে মুশফিকুর রহিমের অবস্থান এখন ২৩ নম্বরে। ব্যাট হাতে টানা ব্যর্থ হওয়া মুমিনুল হক নিচে নেমে গেছেন ১১ ধাপ, তার বর্তমান র‍্যাংকিং এখন ৫৮তম।

তবে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় লাফ দিয়েছেন। ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪৮ নম্বরে। উন্নতি হয়েছে সাকিব আল হাসানেরও। এক ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন। ওপেনার সাদমান ইসলামও অবশ্য ২ ধাপ এগিয়ে এখন ৯১ নম্বরে। তবে পিছিয়ে গেছেন আরেক ওপেনার জাকির হাসান। 

ব্যাটিং র‍্যাংকিংয়ে এগোলেও বোলিং র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছেন সাকিব আল হাসান। তবে অপরিবর্তিত আছে তার অলরাউন্ডার র‍্যাংকিং পজিশন। আগের মতোই শীর্ষে রবীন্দ্র জাদেজা, দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন। আর ২৯১ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে সাকিবের নাম। 

ব্যাটারদের ব্যর্থতার সময়ে পেস আক্রমণে থাকা তিন জনেরই উন্নতি হয়েছে বোলিং র‍্যাংকিংয়ে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা এগিয়ে সামনে এসেছেন। হাসান মাহমুদ পাঁচ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। ৮ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে তাসকিন। নাহিদ রানার উন্নতি এক ধাপ, এগিয়ে আসেন ৭৮ নম্বরে। তিন পেসারের ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট।

অবনতি হয়েছে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। অফ স্পিনার মিরাজ এক ধাপ পিছিয়ে রয়েছেন ২২তম স্থানে। ছয় ধাপ পেছানো বাঁহাতি সাকিবের অবস্থান ৩৩ নম্বরে। চেন্নাইতে দুই ইনিংস মিলিয়ে মিরাজ ৩ উইকেট পেলেও সাকিব ছিলেন উইকেটশূন্য।

Details Bottom
Details ad One
Details Two
Details Three