১৫৯৯ রানের মুলতান টেস্টে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
১৫৯৯ রানের মুলতান টেস্টে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়
১৫৯৯ রানের মুলতান টেস্টে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়
টেস্টে ১৪৭ বছরের ইতিহাসে ভেঙে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তান ই প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান করেও ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে এক ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে।
মুলতানে প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ করেন ১৫১ এবং আব্দুলাহ শফিক ১০২। আঘা সালমান খেলেন ১০৪ রানের ইনিংস। পাকিস্তান ৫৫৬ রানের জবাবে চমক দেখায় ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করে ৮২৩ রান। ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের অসাধারণ প্রদর্শনীতে মাত্র ১৫০ ওভারেই এই রান করে ফেলেন তারা। একবিংশ শতাব্দীতে টেস্টের এক ইনিংসে এটাই কোনো দলের সর্বোচ্চ রান।
হ্যারি ব্রুক করেন ট্রিপল সেঞ্চুরি। তার রানের সংখর্যা ৩১৭। অন্যদিকে জো রুট ষষ্ঠবারের মতো করেন ডাবল সেঞ্চুরি। তিনি খেলেন ২৬২ রানের ইনিংস।
২৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে মুলতানে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনেই ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় পড়ে তারা। ইংল্যান্ডকে বেশী অপেক্ষা না করিয়ে টেস্টের শেষ দিনে সকালের সেশনেই ২২০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
টেস্টের প্রথম ইনিংসে কমপক্ষে ৫০০ রান করেও ম্যাচ হেরে যাওয়া পাকিস্তানের জন্য নতুন কিছু নয়। এত বড় স্কোর করেও ৫ বার ম্যাচ হেরে তারাই শীর্ষে। ইংলিশদের কাছে পরাজয়ের মাধ্যমে দেশের মাটিতে এ নিয়ে টানা ১১ টেস্ট জয়হীন পাকিস্তান। সর্বশেষ জিতেছিলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২১ সালে।