গিলের ইনিংস বৃথা করে শশাঙ্কের ব্যাটে পাঞ্জাবের জয়
গিলের ইনিংস বৃথা করে শশাঙ্কের ব্যাটে পাঞ্জাবের জয়
গিলের ইনিংস বৃথা করে শশাঙ্কের ব্যাটে পাঞ্জাবের জয়
টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল পাঞ্জাব কিংস। বড় রান তাড়া করে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় নিশ্চিত করেছে তাড়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।
বড় লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারিয়েছে পাঞ্জাব শুরুতেই। তবে দমে যায়নি তারা। জনি বেয়ারস্টো ও প্রবশিমরান সিং এর চেষ্টায় শুরুর ধাক্কা কিছুটা সামাল দেওয়া যায়। দলীয় ৪৮ রানে নুর আহমাদের ডেলিভারিতে বোল্ড হয়েছেন বেয়ারস্টো।
প্রবশিমরান ও স্যাম কারান দুজনে ফিরেছেন পরপর। সেসময় আবারও কিছুটা ধাক্কা খায় পাঞ্জাব। ব্যক্তিগত ৩৫ রানে ফিরেছেন প্রবশিমরান। জিম্বাবুইয়ান ব্যাটার সিকান্দার রাজাও আশানুরূপ কিছু করতে পারেননি। তবে একপাশ ধরে রেখে খেলেছেন শশাঙ্ক সিং।
শশাঙ্কের সাথে লড়েছেন জিতেশ শর্মা ও আশুতোষ শর্মা। জিতেশ ৮ বলে ১৬ এবং আশুতোষ ১৭ বলে ৩১ রান করে ফিরেছেন। শশাঙ্ক ছিলেন অপরাজিত। পাঞ্জাবের জন্য শেষ ৬ বলে দরকার ছিল ৭ রান। যা সহজেই তুলে নেয় দলটি।
শশাঙ্ক ২৯ বলে ৬১ রান করে ম্যাচ জিতিয়ে ক্রিজ ছেড়েছেন। ইনিংসে ছিল ৬ টি চার ও ৪ টি ছয়ের মার।
এর আগে গুজরাটের পক্ষে অধিনায়ক শুবমান গিল দুর্দান্ত এক ইনিংস খেলেন। শুরুতে আউট হওয়া ঋদ্ধিমান সাহার সাথে গিলের ইনিংস লম্বা হয়নি। তিন ও চার নম্বরে ব্যাট করতে নামা কেন উইলিয়ামসন ও সাই সুদর্শন গিলকে সমর্থন দিয়েছেন।
উইলিয়ামসন ২৬ এবং সুদর্শন ৩৩ রানে ফিরেছেন।
গিলের সাথে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রাহুল তেওয়াটিয়া। এই ব্যাটার ৮ বলে ২৩ রান করেন। আর গিলের ব্যাটে আসে ৪৮ বলে ৮৯ রান। যেখানে ৬ টি চার ও ৪ টি ছয়ের মার ছিল।