Image

আমরা এর চাইতে ভালো দল: শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমরা এর চাইতে ভালো দল: শান্ত

আমরা এর চাইতে ভালো দল: শান্ত

আমরা এর চাইতে ভালো দল: শান্ত

সিরিজ প্রথম টি–টোয়েন্টিতে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতল ভারত। এর আগে ১৯.৫ ওভার ব্যাট করে বাংলাদেশ অলআউট হয় ১২৭ রানে। ‘বিশ্বাস করি না আমরা এতটা খারাপ দল’, সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এভাবেই দিলেন হারের ব্যাখ্যা। 

এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়-পরাজয়ের রেকর্ড ৯-১০। তবে সাতটি জয় এসেছে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফর্ম্যান্স দিন-দিন খারাপ হয়ে যাচ্ছে কিনা? এমন প্রশ্ন নাজমুল হোসেন শান্তর সংবাদ সম্মেলনে শুরুতেই করা হয়। 

এতটা খারাপ দল বাংলাদেশ, বিশ্বাস করেন না বাংলাদেশ অধিনায়ক শান্ত,'খারাপ হয়ে যাচ্ছে এটা বলব না। আমরা এর চাইতে ভালো দল। আমরা গত অনেক দিন ধরেই এই ফরম্যাটটাতে ভালো করছি না। তবে আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।'

ভারতের সাথে বাংলাদেশের পার্থক্য? শান্ত বললেন, 'স্কিলে এবং মেন্টালিটি দুই দিক দিয়েই।' 

ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১২৮ রান। ইনিংসের শুরু থেকে আগ্রাসন চালিয়ে ৪.৪ ওভারে পঞ্চাশ। পাওয়ারপ্লের ৬ ওভারে করে ৭১ রান, যা টি-টোয়েন্টি বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ। ৯.৩ ওভারেই ১০০ ছুঁয়ে যায় ভারতের স্কোর। শেষ অবদি ভারত ম্যাচ জিতে নেয় ১১.৫ ওভারে। 

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি বলতে ২৬ রান। এই জুটি হয়েছে তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের সৌজন্যে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রানের জুটি আসে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের অষ্টম উইকেট জুটিতে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর বাংলাদেশের পক্ষে ৩২ বলে ৩৫ রানের সর্বোচ্চ ইনিংস খেলে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া অধিনায়ক নাজমুল শান্তর ব্যাট থেকে আসে ২৫ বলে ২৭ রান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three