Image

টেস্ট সিরিজ শেষ ইংলিসের, বিগ ব্যাশেও অনিশ্চিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট সিরিজ শেষ ইংলিসের, বিগ ব্যাশেও অনিশ্চিত

টেস্ট সিরিজ শেষ ইংলিসের, বিগ ব্যাশেও অনিশ্চিত

টেস্ট সিরিজ শেষ ইংলিসের, বিগ ব্যাশেও অনিশ্চিত

সিডনিতে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে হানা দিয়েছে ইনজুরি। মেলবোর্নে ভারতের বিপক্ষে  চতুর্থ টেস্টের সময় বদলি ফিল্ডার হিসাবে ফিল্ডিং করার সময় চোট পান জশ ইংলিস। এ কারণেই দল থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টের জন্য ব্যাক-আপ উইকেটরক্ষক হিসাবে রাখা হয়েছিলো জশ ইংলিশকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন ২৯ বছর বয়সী জশকে সিডনিতে ভারত সিরিজের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে।

জশ ইংলিশের বদলি কে হবে তা ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া পঞ্চম টেস্টের আগে জানিয়ে দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলেছে, "ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় জশ ইংলিশ চোট পেয়েছেন। এবং পুনর্বাসনের জন্য তাকে দল থেকে বাদ দেয়া হবে।" 

বিবৃতিতে আরো বলা হয়, "সিডনিতে পঞ্চম টেস্ট ম্যাচের জন্য দলে একজন বদলিকে যথাসময়ে ঘোষণা করা হবে। ইংলিশ অস্ট্রেলিয়ার পরবর্তী শ্রীলঙ্কা সফরের আগে ঠিক হবে বলে আশা করা হচ্ছে।"

যদিও ইংলিসের এখনও টেস্ট অভিষেক হয়নি। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৫০ টিরও বেশি সাদা বলের ম্যাচ খেলেছেন। তিনি গত বছর ভারতে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three