বিপিএল খেলতে এসে হলেন অধিনায়ক, যা চিন্তাও করেননি থিসারা পেরেরা
বিপিএল খেলতে এসে হলেন অধিনায়ক, যা চিন্তাও করেননি থিসারা পেরেরা
বিপিএল খেলতে এসে হলেন অধিনায়ক, যা চিন্তাও করেননি থিসারা পেরেরা
লিটন নয়, বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ছিলেন তিনি। তাই ধারণা করা হচ্ছিলো এবার ঢাকা ক্যাপিটালের অধিনায়কত্ব থাকবে লিটনের কাঁধে। তবে সবাইকে ভুল প্রমাণ করে অধিনায়ক বানানো হয়েছে লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরাকে।
রবিবার সংবাদসম্মেলনে এসে পেরেরা জানালেন তিনি নিজেও ভাবেননি তাকে অধিনায়ক বানানো হবে, " আমি কখনও ভাবিনি আমাকে অধিনায়কত্ব দেওয়া হবে। তারা আমার ওপর আস্থা রেখেছে বলেই আমাকে অধিনায়ক করেছে।"
তবে অধিনায়কত্বের দায়িত্বটা ভালোভাবে পালন করতে চান পেরেরা, "এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়ক হওয়া দারুণ অনুভূতি। বিপিএলে আমি অনেকবার খেলেছি, এবারই প্রথম অধিনায়কের দায়িত্বে। তবে এটা আমার কাছে নতুন নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেকবারই অধিনায়কত্ব করেছি। এটা নতুন ফ্র্যাঞ্চাইজি, ভালো করতে মুখিয়ে আছি।"
লিটনকে অধিনায়কত্ব দেয়া না হলেও ঢাকা ক্যাপিটলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিটন। এমনটাই জানিয়ে পেরেরা বলেন, "লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে।"
বিপিএলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেন, "সেরকম কোনো পরিবর্তন দেখছি না, তবে দিনে দিনে বিপিএল উন্নতি করছে। অনেক বছর ধরে বিপিএল খেলছি, প্রতি বছরই উন্নতি দেখছি। ব্যবস্থাপনার দিক থেকে এবার সব কিছু ঠিকঠাক রয়েছে। বিশেষ করে আমাদের দল। বিদেশি ক্রিকেটারদের জন্য এটা দারুণ। বাংলাদেশে যখনই আসি, ট্রাভেলিং থেকে শুরু করে হোটেল সবই পারফেক্ট। একজন বিদেশির জন্য এটা দারুণ ব্যাপার। আমরা এই মৌসুমের জন্য ভালোভাবে প্রস্তুত।"