শামীম পাটোয়ারির ঝড় থামিয়ে খুলনা পেল বিপিএলে প্রথম জয়
শামীম পাটোয়ারির ঝড় থামিয়ে খুলনা পেল বিপিএলে প্রথম জয়
শামীম পাটোয়ারির ঝড় থামিয়ে খুলনা পেল বিপিএলে প্রথম জয়
বছরের শেষ দিনে বিপিএল ম্যাচে চিটাগং কিংসকে ৩৭ রানে হারাল খুলনা টাইগার্স। উইলিয়াম বোসিস্তো ও মাহিদুল ইসলাম অংকনের দাপুটে ব্যাটিংয়ে ৪ উইকেটে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করায় খুলনা টাইগার্স। বড় লক্ষ্য তাড়ায় নেমে উইকেটের মিছিলে চাপা পড়ে চিটাগং কিংস গুটিয়ে গেছে ১৬৬ রানে। ব্যাট থেকে তান্ডব চালিয়েও দলকে জেতাতে পারলেন না চট্টগ্রামের শামীম পাটোয়ারি।
৯ মৌসুম পর বিপিএল প্রত্যাবর্তন জয়ে রাঙাতে পারল না চিটাগং কিংস। দলের পরাজয়ে ম্লান হয়ে রইলেন দুইশোর বেশি স্ট্রাইকরেটে ৭৮ রান করা শামীম হোসেন পাটোয়ারি। বিপরীতে খুলনার পেসার আবু হায়দার রনির শিকার ৪ উইকেট।
খুলনা টাইগার্স–চিটাগং কিংস ম্যাচ শুরু হয় দুপুর ১২টায়। টসে জিতে আগে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বিপিএল অভিষেক ম্যাচেই ৩৬ বলে ফিফটি তুলে দলের সংগ্রহ দুইশো ছাড়িয়ে দেন উইলিয়াম বোসিস্তো। তবে খুলনার ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে নাইম শেখের বিদায়ে। ৩ ছক্কা ও ১ চারে নাইম ১৭ বলেই করে ফেলেন ২৬ রান।
তিনে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ধীরগতির ব্যাটিংয়ে থামেন ১৮ বলে ১৮ করে। ৬ রানের বেশি করতে পারেননি খুলনার আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। আলিস আল ইসলাম ৮ রানে থাকা আফিফকে ফিরিয়ে দখলে নেন দ্বিতীয় শিকার। দলীয় ১১৭ রানে ৪ উইকেট হারানো খুলনাকে এরপর আর কোনো বিপদে পড়তে হয়নি।
১৮ বলে ফিফটি পূর্ণ করেন মাহিদুল ইসলাম অংকন। শেষ পর্যন্ত ২২ বলে ১ চার ও ৬ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটার অংকন। অন্যদিকে ৫০ বলে ৮ চার ও ৩ ছক্কায় হার-না-মানা ৭৫ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন বোসিস্তো।
চিটাগং কিংসের বিপক্ষে ৪ উইকেটে ২০৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা টাইগার্স। রান তাড়ায় নেমে প্রথম ওভারেই ওশান থমাসের মুখোমুখি হন চিটাগং কিংসের ব্যাটাররা। নো বল দিয়েই থমাসের ওভার শুরু হয়। এক ওভারে মোট চারটি নো বলের সঙ্গে একটি ওয়াইডও করেছেন এই পেসার। এই ওভারে রীতিমতো বিশ্বরেকর্ড হয়ে গেছে!
লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ওভারের আগেই ১৬৬ রানে গুটিয়ে গেছে চিটাগং কিংস। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করল বন্দর নগরীর দলটি।