এনসিএলে চট্টগ্রামকে ইনিংস ব্যবধানে হারাল রংপুর
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষণা, ফিরলেন তারকারা

এনসিএলে চট্টগ্রামকে ইনিংস ব্যবধানে হারাল রংপুর
এনসিএলে চট্টগ্রামকে ইনিংস ব্যবধানে হারাল রংপুর
এনসিল (ন্যাশনাল ক্রিকেট লিগ) ২০২৪-২৫ এ জয় দিয়ে শুরু করল রংপুর। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামকে ইনিংস ও ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তাঁরা।
টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৭৩ রান স্কোরবোর্ডে জমা করে ইনিংস ঘোষণা করেছিল রংপুর। দুই ইনিংস মিলে সেই রানই করতে পারেনি চট্টগ্রাম। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে চট্টগ্রাম দ্বিতিয় ইনিংসে অলআউট হয় ৮৯ রানে।
রংপুরের ৩০০ ছুঁইছুঁই প্রথম ইনিংসের স্কোরে অবদান রাখেন ওপেনার খালিদ হাসান ও মিম মোসাদ্দেক। সর্বোচ্চ ৬০ রান করে খালিদ আউট হলেও ৫৫ রান করে অপরাজিত থাকেন মিম মোসাদ্দেক। চট্টগ্রামের পক্ষে ৪ উইকেট নেন ফাহাদ হোসেন। ৩ টি উইকেট নেন ইফতেখার সাজ্জাদ।
ব্যাট করতে নেমে রংপুর বোলারদের বিপক্ষে জবাব ছিল না চট্টগ্রাম ব্যাটারদের। ৩৭.৫ ওভারে ১০৩ রান তুলেই অলআউট হলে ফলো অনে পড়ে তাঁরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে তিনে নামা সাদ্দাম হোসেনের ব্যাটে। রংপুরের পক্ষে সমান ২ টি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল্লাহ আল মামুন, রিশাদ হোসেন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
২য় ইনিংসে ১০০ ও করতে পারেনি শাহাদাত হোসেন দিপুর দল। ৩২.১ ওভারে ৮৯ রানেই অলআউট হয় তাঁরা। এযাত্রায় ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন। ২ টি করে শিকার মুকিদুল ইসলাম মুগ্ধ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রিশাদ হোসেনের। বাকি ১ উইকেট নেন শরিফুল ইসলাম।