Image

সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন নির্বাচক হান্নান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন নির্বাচক হান্নান

সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন নির্বাচক হান্নান

সাকিবের ইনজুরি নিয়ে যা বললেন নির্বাচক হান্নান

চোট নিয়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার উপর ভারতের বিপক্ষে টেস্টেও তেমন ভালো পারফর্ম করতে পারেনি। সব কিছু মিলিয়ে দ্বিতীয় টেস্টে সাকিবকে বাদ দেয়া হবে কিনা তা নিয়ে আছে সমর্থকদের নানা প্রশ্ন। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নির্বাচক হান্নান সরকার জবাব দিলেন সাকিব সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের। 

 বিসিবির নির্বাচক হান্নান সরকার বলেন, "সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তাঁর ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাঁকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, চাপ হ্যান্ডেল করেছে। হ্যাঁ, রানটা বড় হয়নি। এটা ঠিক। কিন্তু সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।"

দ্বিতীয় টেস্টের আগে সাকিবের চোট দেখে সিন্ধান্ত নেবেন জানিয়ে হান্নান সরকার বলেন, "যখন বোলিং করা শুরু করেছে তখন সে ফিল করতে পেরেছে। আগে এটা করতে পারেনি। সেই আঙুলে আবার বল লেগেছে। ফলে কিছুটা তো ব্যথা রয়েছেই। আমাদের যেহেতু বেশ কিছুদিন সময় রয়েছে দ্বিতীয় টেস্টের আগে ফলে সেই জিনিসটা দেখার সুযোগ রয়েছে। সেই জিনিসটা আমরা দেখব, সাকিব এমন একজন প্লেয়ার সে কিন্তু সৎ প্লেয়ার। সে যদি খেলতে না পারে বা তার যদি মনে হয় সে বোলিংটা করতে পারবে না, তাহলে তাকে ব্যাটার হিসেবে তাকে খেলাব কিনা চিন্তা করব। যদি দুটোই করতে পারে তাহলে সিনারিও ভিন্ন হবে।"

সাকিব কত পারসেন্ট ফিট আছেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি পারসেন্টেজের জাজমেন্ট এই মুহূর্তে করব না। কারণ গতকাল খেলা শেষ হয়েছে। আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি। তারপর আমাদের দুটি সেশন থাকবে। সেখানে দেখার পরে আমরা ওই জাজমেন্টে যাব। এই দুইটা দিন কিন্তু তাকে ফিজিও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে, কাজ করবেন। আমরা যখন মাঠে ফিরব, সেখান থেকে ফিজিওর একটা ফিডব্যাক তখন নেব সাকিবের সাথে কথা বলে। আজ-কাল পুরোপুরি বিশ্রাম। এখানে বল-ব্যাট ধরার ব্যাপার নেই। ফিটনেসের জায়গা থেকে আঙুলের ব্যাপারটা বলছি, বাকিসব ঠিক আছে।"

সাকিবকে শুধু ব্যাটার বা বোলার হিসাবে খেলাতে আপত্তি নপই হান্নান সরকারের, "সাকিব যেহেতু অলরাউন্ডার, তাকে আমরা অলরাউন্ডার হিসেবে চিন্তা করি। অলরাউন্ডার হলেও সে যদি ব্যাটিং ভালো করে ব্যাটসম্যান হিসেবে খেলবে, সে যদি বোলিং ভালো করে বোলার হিসেবেও খেলতে পারে। অবশ্যই সাকিব অলরাউন্ডার হিসেবে আমাদের বিবেচনায় সবসময় প্রায়োরিটিতে থাকে।"

হান্নান সরকার আরো বলেন, "আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে, আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া… সেটাও হতে পারে। সাকিব কিন্তু অন্য সংস্করণও খেলে, সে জায়গা থেকে জানেন সামনে তিনটা টি-টোয়েন্টি রয়েছে, সেটাও আমাদের বিবেচনায় থাকবে।  সবকিছু বিবেচনায় নিয়ে… যেহেতু চারদিন আছে, দুই দিন আমরা মাঠে থাকব, সেখানে আমরা আরও নিবিড় পর্যবেক্ষণ করব, তার ব্যাটিং-বোলিং জাজ করার চেষ্টা করব, তার কাছ থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্তে আসব।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three