Image

পাকিস্তানেই থাকছে ইংল্যান্ড টেস্ট সিরিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানেই থাকছে ইংল্যান্ড টেস্ট সিরিজ

পাকিস্তানেই থাকছে ইংল্যান্ড টেস্ট সিরিজ

পাকিস্তানেই থাকছে ইংল্যান্ড টেস্ট সিরিজ

ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। পিসিবি প্রধান মহসিন নাকবি জানান, সিরিজের কোনো টেস্টই দেশের বাইরে যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হবে দুই ভেন্যু রাওয়ালপিন্ডি এবং মুলতানে। ভেন্যু নিয়ে সন্তুষ্ট ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 

আগামী বছরের ফেবরুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বহু বছর পর পাকিস্তানে খেলতে যাবে আইসিসির সদস্য দেশগুলো। তার আগে প্রস্তুতি চলছে স্টেডিয়াম সংস্কারের। সেই কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচও করাচি থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে করা হয়েছিল। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পাওয়া শান মাসুদের দলের ঘরের‌ মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ৭ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ। 

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি নিশ্চিত করেছেন যে অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের তিন টেস্টের সিরিজের পুরোটাই পাকিস্তানে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের সিরিজ সরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। দুই ভেন্যু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। ভেন্যু হিসেবে থাকবে মুলতান ও রাওয়ালপিন্ডি। 

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ৩ ম্যাচের এই সিরিজ। সম্প্রতি বাংলাদেশের কাছে দুই ম্যাচের সিরিজ হেরে ব্যাকফুটে পাকিস্তান দল। ইংল্যান্ডের ২ অক্টোবর পাকিস্তানে পৌঁছানোর কথা, প্রথম টেস্ট শুরু হবে ৭ অক্টোবর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three