Image

পাকিস্তান থেকে সরে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান থেকে সরে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ

পাকিস্তান থেকে সরে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ

পাকিস্তান থেকে সরে যাচ্ছে ইংল্যান্ড সিরিজ

৭ অক্টোবর থেকে পাকিস্তানে শুরু হওয়ার কথা পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ। তবে আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে স্টেডিয়ামে সংস্কারকাজ শুরু করেছে পিসিবি। এ কারণে পাকিস্তান থেকে সরে যেতে পারে ম্যাচ গুলো।

৭ অক্টোবর শুরু সিরিজের ম্যাচগুলো মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা। তবে সংস্কার কাজের জন্য  সিরিজটি এখন সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে পিসিবি।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে পাকিস্তান। এই টুর্নামেন্টকে ঘিরেই সংস্কারকাজের কারণে করাচি থেকে বাংলাদেশের একটি টেস্ট সরিয়েও ফেলতে হয়েছে। সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু সেটা পরবর্তীতে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়।

ইংল্যান্ড সিরিজ যদি পাকিস্তানের আয়োজন করতে হয় তাহলে করাচি ও রাওয়ালপিন্ডির সংস্কারকাজ থামিয়ে দিতে হবে। এটা করলেও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে  এত জটিলতায় খেলা অন্য জায়গায় সরিয়ে নেয়ার সম্ভবনাই বেশী। সাধারণ বিকল্প স্টেডিয়ামের শীর্ষ থাকবে আরব আমিরাত। এখানেও আছে ভেন্যু জটিলতা। কারণ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে।

মেয়েদের বিশ্বকাপের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবল  দুবাই ও শারজাতে। তাই পাকিস্তান শুধু আবুধাবিতেই ম্যাচ আয়োজন করতে পারবে ইংল্যান্ডের বিপক্ষে । তবে একটি ভেন্যুতে ৩ টি টেস্ট খেলাও কঠিন বিষয়। এজন্য  বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথাও ভাবছে পিসিবি।

এদিকে চূড়ান্ত ভ্যেনু না জানা নিয়ে জটিলতায় পড়েছে ইংল্যান্ড দল। এবিষয়ে ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককলাম বলেন, "আমরা আসলেই চূড়ান্ত ভেন্যু কী জানি না। আমরা কোন দল বাছাই করতে পারব না যতক্ষণ না আমরা জানি যে আমরা কোথায় খেলতে যাচ্ছি। আগামী কয়েক দিনের মধ্যে যদি আমরা জানতে পারি তাহলে ভালো হবে। এবং তারপরে আমরা বসব এবং নিশ্চিত করব স্কোয়াড। সঠিক কন্ডিশনের জন্য সঠিক দল এবং সঠিক প্রতিপক্ষ।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three