Image

মুম্বাইয়ের জয়ের রাতে হার্দিক পান্ডিয়াকে জরিমানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুম্বাইয়ের জয়ের রাতে হার্দিক পান্ডিয়াকে জরিমানা

মুম্বাইয়ের জয়ের রাতে হার্দিক পান্ডিয়াকে জরিমানা

মুম্বাইয়ের জয়ের রাতে হার্দিক পান্ডিয়াকে জরিমানা

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবারের আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) শুরু করেছিল ৩ পরাজয় দিয়ে। তবে শেষ ৪ ম্যাচে ৩ জয় দিয়ে ভালো অবস্থানে ফিরেছে হার্দিক পান্ডিয়ার দল। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৯ রানে হারিয়েছে তাঁরা।

তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে এই ম্যাচের জেরে জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। 

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) জানিয়েছে মুল্লানপুর পিসিএ নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে মুম্বাই দলপতিকে। 

চলতি মৌসুমে এটিই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম স্লো ওভার রেটের ঘটনা। তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী তাঁকে নুন্যতম শাস্তি দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে ১২ লাখ ভারতীয় রুপি। 

৭ ম্যাচে ৩ জয় পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান পয়েন্ট তালিকার ৭ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে রাজস্থান রয়্যালস। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

Details Bottom