প্রথমবারের মত টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রথমবারের মত টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতল বাংলাদেশ

প্রথমবারের মত টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতল বাংলাদেশ

প্রথমবারের মত টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জিতল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশের পর থেকেই সবার ধারণা ছিল এই সিরিজে অনায়াসেই জিতবে টাইগাররা। তবে মাঠের খেলায় বাংলাদেশকে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে তাঁরা। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ হওয়া এড়ায় বাংলাদেশ। 

৩য় ও শেষ টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে দিয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ১০ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। 

প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৬ রান তুলে ফেলে যুক্তরাষ্ট্র। আন্দ্রিস গজকে ফিরিয়ে উইকেট পাবার সূচনা করে সাকিব আল হাসান। গজ ছিলেন সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ তম উইকেট। 

সাকিবের মত ১ টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। তবে সবাইকে ছাড়িয়ে, নিজের অতীত রেকর্ডও ছাড়িয়ে যান মুস্তাফিজুর রহমান। 

৪ ওভারে ১ মেডেন সহিত ১০ রান খরচে ৬ টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের ক্যারিয়ার সেরা। 

২০ ওভার শেষে ৯ উইকেটে ১০৪ রান করতে পারে যুক্তরাষ্ট্র। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আন্দ্রিস গজের। এছড়া সমান ১৮ করে রান করেন শায়ান জাহাঙ্গীর ও কোরি অ্যান্ডারসন। 

জবাব দিতে নেমে কোন উইকেটই হারায়নি বাংলাদেশ দল। সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতেই জয় তুলে নেয় তাঁরা। 

৪২ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রান করে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম। ২৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৩ রান করে অপরাজিত থাকেন সৌম্য সরকার। ৮.২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।