Image

দেশে ফিরে বিশ্বকাপ ক্যাম্পেইন নিয়ে যা বললেন তাসকিন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দেশে ফিরে বিশ্বকাপ ক্যাম্পেইন নিয়ে যা বললেন তাসকিন

দেশে ফিরে বিশ্বকাপ ক্যাম্পেইন নিয়ে যা বললেন তাসকিন

দেশে ফিরে বিশ্বকাপ ক্যাম্পেইন নিয়ে যা বললেন তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে আজ সকালে ঢাকায় পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষটা ভালো করতে না পারায় বিমান বন্দরে ক্রিকেটার চোখে মুখে হতাশার ছাপ ছিলো স্পষ্ট।  দলের প্রতিনিধি হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি বারবার আফগানিস্তানের বিপক্ষে সুপার এইট পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ টেনেছেন।

তাসকিনের মতে আফগানিস্তানের বিপক্ষে ১২ ওভারেই জিততে চেয়েছিলো বাংলাদেশ। কিন্তু যখন সেটা সম্ভব মনে হয়নি তখন স্বাভাবিক খেলা টা খেলেই জিততে চেয়েছে কিন্তু সেটাতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

"আসলে সত্যি কথা বলতে, ভালোর তো কখনও শেষ নেই। ভালো হোক আর খারাপ হোক। হ্যাঁ, আরও অনেক ভালো হতে পারত। বিশেষ করে শেষ ম্যাচটা, আমরা সবাই একটু হতাশ হয়েছি। আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে, ১২ ওভারের মধ্যে। পরে যখন বুঝতে পারলাম ১২ ওভারের মধ্যে শেষ করা সম্ভব না, তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই। তাও জিততে পারিনি। হ্যাঁ, ইইতবাচক দিক আছে। পুরো টুর্নামেন্টে বোলিং বিভাগ যথেষ্ট ভালো করেছে। সুপার এইটে উঠেছি। সর্ব প্রথম এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে ইতিবাচক আছে। কিন্তু নেতিবাচকের সংখ্যাটা একটু বেশি। সবার মতো আমরাও একটু হতাশ। প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।"

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যদি বাংলাদেশের ইতিবাচক কিছু থাকে সেটা বোলিং। পুরো টুর্নামেন্ট জুড়ে টাইগার ব্যাটারদের অবস্থা ছিলো যাচ্ছে তাই, মানছেন তাসকিন। ব্যাটারদের এত লম্বা সময় ধরে খারাপ ফর্ম নিজের ক্যারিয়ারে কখনোই দেখেননি তাসকিন। তিনি বলেন,

"বোলিং বিভাগ আগাগোড়াই গত কয়েকটি বছর ধরে ভালো উন্নতি করে এসেছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই। আর ব্যাটিং বিপর্যয় যেটা, সত্যি বলতে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রে যখন খেলা হয়েছে, তখন উইকেট ব্যাটসম্যানদের পক্ষে খুব কম ছিল। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, অন্যান্য দেশের বড় বড় ব্যাটসম্যানদেরও সেখানে ভুগেছে। সেখানে বোলারদের একটু বাড়তি সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর আমরা কিছুটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু তাও আসলে… এত লম্বা… আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই ব্যাটিংয়ে এত লম্বা ব্যাড প্যাচ দেখিনি। আশা করি এটা খুব দ্রুত কেটে যাবে।" 

ভক্তদের আবারো দলের উপর বিশ্বাস রাখতে বলে তাসকিন বলেন, "ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তো আমরা শুরু থেকেই পরিসংখ্যান ভালো ছিল না। আগের থেকে তো উন্নতি তো হচ্ছে। শুধু নেতিবাচক বিষয় দেখলে তো হবে না। এমনিতেও মাইনাসেই আছি আমরা। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি, করেই যাব। আপনারা হতাশ হচ্ছেন, স্বাভাবিক। আবার আমরাও আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।"

Details Bottom