Image

'আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন', বাংলাদেশের খেলা দেখে পাপন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন', বাংলাদেশের খেলা দেখে পাপন

'আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন', বাংলাদেশের খেলা দেখে পাপন

'আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন', বাংলাদেশের খেলা দেখে পাপন

শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। কখনো ম্যাচ ছিলো শ্রীলঙ্কার পক্ষে আবারো কখনো বাংলাদেশের পক্ষে। তুমুল উত্তেজনাপূর্ণ এই ম্যাচ দেখতে অনেকেরই বেড়ে গিয়েছিলো হার্টবিট। এর ব্যাতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও। 

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন, শ্রীলঙ্কা ম্যাচের পর বোর্ড প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার কথা। ম্যাচ শেষে জালাল ইউনুসকে ফোন করে পাপন বলেন, ‘আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন।’ 

বিসিবির বোর্ড প্রেসিডেন্ট ছাড়াও বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত নাজমুল হাসান পাপন। বাংলাদেশের খেলা দেখেন প্রচন্ড আগ্রহ নিয়ে। বিশ্বকাপের ১ম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখতে গিয়ে তাই জালাল ইউনুসকে হার্ট শেষ করার কথা বলেছেন পাপন।

বিসিবি প্রেসিডেন্ট সম্পর্কে জালাল ইউনুস আরো বলেন, ‘আমি যখন গাড়িতে ছিলাম তখন প্রেসিডেন্ট সাহেবের সাথে আমার কথা হচ্ছিল তখন বললো, “আপনারা আমার হার্টটাকে শেষ করে দিলেন।' আমি বলেছি আপনার একা না, আমাদেরও হার্টের অবস্থা খারাপ ছিল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন দেশেই। দেশে থেকেই রাখছেন ক্রিকেটের সব খোঁজ খবর, যুক্ত হচ্ছেন দলীয় মিটিংয়ে।

জালাল ইউনুস বলেন ‘যখন আলাপ করছিলাম প্রেসিডেন্ট সাহেব আমাদের সাথে ছিলেন, অনলাইনে আমরা ভার্চুয়ালি আলাপ করছিলাম ম্যাচের আগের দিন। আমাকে পরে বলেছিলেন, “না মনে হচ্ছে দল কিন্তু অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। কথাবার্তা তো সেরকম মনে হল।” আমি বলেছি ইয়েস, আমরা সিরিজ হেরেছি। কিন্তু তারা কামব্যাক করবে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল।’

শ্রীলঙ্কার বিপক্ষে জিতে পূর্ণ ২ পয়েন্ট পেয়ে বাংলাদেশ এখন অনেকটাই আত্মবিশ্বাসী। টাইগারদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, নিউইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three