জিম্বাবুয়ে সিরিজ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: শান্ত
-
1
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
-
2
বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা
-
3
রংপুরের স্বপ্নপথ, সিলেটের অঙ্কভাঙা এবং এনসিএলের শেষদিনের রুদ্ধশ্বাস অপেক্ষা
-
4
স্টার্ক-নেসার ঝড়ে ইংল্যান্ড বিধ্বস্ত, অ্যাশেজে অস্ট্রেলিয়ার ২-০ লিড
-
5
ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব, জানালেন নিজেই
জিম্বাবুয়ে সিরিজ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: শান্ত
জিম্বাবুয়ে সিরিজ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: শান্ত
কাল সন্ধ্যায় চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। আগের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ অধিনায়ক জানালেন, জিম্বাবুয়েকে নিয়ে তাদের সমীহ করার কথা। শান্তর মতে, পাঁচ ম্যাচের এই সিরিজ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। শান্ত দিলেন উগান্ডার উদাহরণ, টি-টোয়েন্টিতে বড়-ছোট দল নেই।
প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে থাকার কথা বাংলাদেশ স্কোয়াডকে। নিজেদের প্রস্তুতি আর জিম্বাবুয়েকে সমীহ করে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বললেন,
'টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না। এখানে ম্যাচটা আমরা কিভাবে খেলছি, কিভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলছি…। এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তাঁরাও অনেক ভালো দল।'
এরপর শান্ত জানালেন, আসন্ন এই সিরিজে কোন জায়গায় মনোযোগ বেশি থাকবে তার দলের।
'শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে। বিশ্বকাপে বেশিরভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক ওদিক হতে পারে। তবে বেশিরভাগই এখান থেকে যাবে। নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রত্যেকটা জায়গায় যেন ফোকাস থাকে। প্রত্যেকটা জায়গায় যে আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।'
