আরব আমিরাতের বিপক্ষে হেসেখেলে জিতল যুবা টাইগাররা
আরব আমিরাতের বিপক্ষে হেসেখেলে জিতল যুবা টাইগাররা
আরব আমিরাতের বিপক্ষে হেসেখেলে জিতল যুবা টাইগাররা
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এর আগে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সংযুক্ত আরব আমিরাত আগে ব্যাটিং করে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ৯৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জুনিয়র টাইগারর।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় আরব আমিরাত। দুই ওপেনার আরিয়ান সাক্সেনা ও নুরুল্লাহ আয়উবি ফিরে যান যথাক্রমে ২ ও শূন্য রান করে। দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আরব আমিরাতের যুবারা।
তারপর দলের হাল ধরেন ইয়াইন কিরান ও মুহাম্মদ রায়ান খান। ২৬ রান করে ইয়াইন আউট হলে রায়ানকে সঙ্গ দিতে থাকেন মাধব মনোজ। ৮৭ বলে ৪৯ রান করে রান আউট হয়ে যান রায়ান। বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুতই সব উইকেট হারিয়ে ১৬৩ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের ইনিংস।
বাংলাদেশের হয়ে ৪ টি উইকেট নেন সাদ ইসলাম রাজিন ও ৩ টি উইকেট নেন রাফিউজ্জামান রাফি।
১৬৪ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের যুবারা। ২ রান করে ফিরে যান জাওয়াদ আবরার। তারপর রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ১১৬ রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। ৭৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন রিফাত। আজিজুল ৭১ রানে অপরাজিত থাকেন। মাত্র ৩৪.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।