মুস্তাফিজের জায়গায় আজ সুযোগ পাচ্ছেন যে
মুস্তাফিজের জায়গায় আজ সুযোগ পাচ্ছেন যে
মুস্তাফিজের জায়গায় আজ সুযোগ পাচ্ছেন যে
আজ (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮ টায় সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। চলতি আসরে নিজেদের ৪র্থ ম্যাচে মুস্তাফিজুর রহমানের সার্ভিস পাচ্ছে না চেন্নাই। বিশ্বকাপের আগে প্রয়োজনীয় ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে এই মুহূর্তে বাংলাদেশে দ্য ফিজ।
আজকের ম্যাচ সঙ্গত কারণেই মিস করছেন বাংলাদেশের তারকা পেসার। তাই প্রশ্ন উঠছে প্রথম ৩ ম্যাচেই একাদশে থাকা মুস্তাফিজের জায়গা নেবেন কে?
মাথিশা পাথিরানা ফিট হয়ে একাদশে যুক্ত হবার আগে তাঁর স্বদেশি মাহিশ থিকশানা খেলেছিলেন প্রথম ম্যাচ। সেই ম্যাচে ৩৬ রান খরচে কোন উইকেট না পাওয়া লঙ্কান স্পিনার মুস্তাফিজ না থাকলে আবার একাদশে ফিরতে পারেন।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচেও একই কৌশলে নামবে চেন্নাই। আগের ম্যাচগুলোতে আগে ব্যাট করলে শিবাম দুবে নেমেছিলেন, আগে বোলিং করলে মাথিশা পাথিরানা। এই দুজনে পালন করবেন ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকা।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-
রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে/ মাথিশা পাথিরানা (ইমপ্যাক্ট প্লেয়ার), সামির রিজভি, রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহিশ থিকশানা।
৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে ৩ ম্যাচে ১ জয় পাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদের অবস্থান ৭ নম্বরে। দুই দলই আজ জয়ের সংখ্যা ও পয়েন্ট বাড়িয়ে নিতে চাইবে।