ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৬ ব্যাটারের 'ডাক', ৫২-২ থেকে ৫৩ অলআউট
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৬ ব্যাটারের 'ডাক', ৫২-২ থেকে ৫৩ অলআউট
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ৬ ব্যাটারের 'ডাক', ৫২-২ থেকে ৫৩ অলআউট
অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার ম্যাচে দেখা গেছে ব্যাটারদের যাওয়া আসার মিছিল। তাসমানিয়ার বিপক্ষে শুরুটা মন্দ না হলেও শেষটা ভুলে যাবার মত হয়েছে অ্যাশটন টার্নারের দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার।
পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ওপেনার অ্যারন হার্ডি ৭ রান করে আউট হন। অপর ওপেনার ডি অর্চি শর্ট ২২ রান করেন। তিনে নামা ক্যামেরুন ব্যানক্রফট করেন ১৪ রান।
চলছিল সব ঠিকঠাকই, ১৫.৩ ওভারেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ৫২। ১৬ তম ওভারের ৪র্থ বলে ব্যানক্রফট আউট হলে ৬ষ্ঠ বলে ফেরেন অধিনায়ক অ্যাশটন টার্নার।
এরপর তো শুরু যাওয়া আসার মিছিল। ১৭ তম ওভারে জশ ইংলিশ ও হিলটন কার্টরাইট আউট হন। ১৮ তম ওভারে কুপার কনোলি। ২০ তম ওভারের শেষ দুই বলে জাই রিচার্ডসন ও জোয়েল প্যারিস সাজঘরে ফেরেন। ২১ তম ওভারের ১ম বলে অ্যাশটন অ্যাগার শেষ ব্যাটার হিসাবে আউট হন।
শুরুর চার ব্যটারের ব্যাটে রান আসলেও পরবর্তী ৬ ব্যাটার (অ্যাশটন টার্নার, কুপার কনোলি, হিলটন কার্টরাইট, অ্যাশটন অ্যাগার, জাই রিচার্ডসন, জোয়েল প্যারিস) ০ রানে আউট হন। ল্যান্স মরিস অপরাজিত থাকেন ০ রানে।
১৫.৩ ওভারে ৫২-৩ থেকে ২০.১ ওভারে ৫৩ রানে অলআউট হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। তাসমানিয়ার হয়ে ৬ ওভার বল করে ১৭ রান খরচে ৬ উইকেট নেন বিউ ওয়েবস্টার। ৩ উইকেট নেন বিলি স্ট্যানলেক, ১ টি শিকার টম রজার্সের।
জবাব দিতে নেমে ৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তাসমানিয়া।