পাঁচ দিনেও হয়নি একটি বল; এশিয়ায় ৯১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম
পাঁচ দিনেও হয়নি একটি বল; এশিয়ায় ৯১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম
পাঁচ দিনেও হয়নি একটি বল; এশিয়ায় ৯১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম
পাঁচদিনেও হলো না টস, পরিত্যক্ত আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট। গ্রেটার নয়ডায় আফগানিস্তান কিংবা নিউজিল্যান্ড নয়, শেষ পর্যন্ত জয় হয়েছে বৃষ্টির। এ নিয়ে টেস্ট ইতিহাসে কোনো বল না গড়িয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। খেলা হলে নিশ্চিতভাবেই তা ইতিহাসের অংশ হয়ে যেত। কিন্তু তা আর হলো কই; কোনো বল মাঠে গড়ায়নি, হয়নি টসও। ম্যাচে বল না গড়ালেও বৃষ্টির কারণে এই টেস্ট হয়ে গেল ইতিহাসের অংশ। অবিরাম বৃষ্টিতে মাঠ রূপ নেয় জলাশয়ে। হঠাৎ দেখে বোঝার উপায় নেই; এটি খেলার মাঠ নাকি জলাশয়। পানির নিচে তলিয়ে পুরো আউটফিল্ড।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচের পঞ্চম দিন সকালে জানিয়ে দিল, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পাঁচ দিনের টেস্টে খেলা হলো না এক বলও। একবিংশ শতাব্দীর এটি প্রথম ম্যাচ, যেখানে পাঁচদিনেও এক বল গড়ালো না। ১৯৯৮ সালে নিউজিল্যান্ড-ভারত ম্যাচের পর টেস্ট ইতিহাসে কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা এটি।
এ নিয়ে মোট ৮ বার টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা ঘটেছে, যার মধ্যে তিন বারই ছিল নিউজিল্যান্ড দল। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্তের ঘটনা ঘটে ১৮৯০ সালে। বৃষ্টির কারণে এশিয়া মহাদেশে প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচ পরিত্যক্ত হল। ৯১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে যা প্রথম।
১৮ সেপ্টেম্বর থেকে গলে দুই টেস্টের সিরিজের আগে আগামীকাল নিউজিল্যান্ড দল শ্রীলঙ্কায় যাবে।