Image

সাকিবের একটি করে উইকেট কাজে আসছে না সম্মিলিত ক্যাচ মিসে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের একটি করে উইকেট কাজে আসছে না সম্মিলিত ক্যাচ মিসে

সাকিবের একটি করে উইকেট কাজে আসছে না সম্মিলিত ক্যাচ মিসে

সাকিবের একটি করে উইকেট কাজে আসছে না সম্মিলিত ক্যাচ মিসে

সাগরিকায় রূপ নিয়েছে ক্যাচ মিসের বন্যায়। আগের দিনের মতো আজও স্লিপে ম্লান বাংলাদেশের ফিল্ডাররা। স্লিপে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে একের পর এক ক্যাচ ছেড়ে যাচ্ছেন খেলোয়াড়রা। স্লিপ ক্যাচিং নিয়ে হাহুতাশ বারবার, আর এই সুযোগেই বড় সংগ্রহের পথে ছুটে যাচ্ছে লঙ্কানরা। 

প্রবাথ জয়সুরিয়া ২টি জীবন পেয়েছেন। প্রথমে শান্ত-দিপু-জাকির; তিন স্লিপ ফিল্ডার মিলেও ধরতে পারলেন না প্রবাথ জয়াসুরিয়ার ক্যাচ! এ যেন সম্মিলিত প্রচেষ্টায় ক্যাচ ছাড়ার প্রয়াস। বোলার খালেদের দুর্ভাগ্য। এরপর উইকেটকিপার লিটন দাস গ্লাভস হাতেও ছেড়েছেন জয়াসুরিয়ার নিচু হয়ে আসা ক্যাচ।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে- ৭ উইকেটের বিনিময়ে ৪৭৬ রান, এই পর্যন্ত খেলা হয়েছে মোট ১৪৪ ওভার। আর এই সেশনে ২৬ ওভার খেলে কেবল দুই উইকেট খুইয়ে শ্রীলঙ্কা তুলেছে ৬৫ রান। চাইলেই টিকে থাকা যায় এমন উইকেটে রানের গতিও বাড়াতে থাকেন কামিন্দু মেন্ডিস, আগের টেস্টে জোড়া সেঞ্চুরিয়ান ফিফটি হাঁকিয়ে আছেন অপরাজিত। ম্যাচের পরিস্থিতি বলছে, বিশাল পুঁজির পথে সফরকারীরা। 

স্লিপ ক্যাচিং ম্যাচের মোমেন্টাম শিফট করে দেয়। এখানেই বাংলাদেশের সারাজীবনের দুঃখ; স্লিপ ফিল্ডারদের পিচ্ছিল হাত। তাই মোমেন্টামও টাইগারদের দিকে শিফট করে না। তবে লাঞ্চ বিরতির পর সেশনের শুরুটা কি দুর্দান্তই না করেছিল বাংলাদেশ। 

৪১১ রান নিয়ে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে নামা শ্রীলঙ্কা খালেদ আহমেদের তৃতীয় বলেই হারায় ৬ষ্ঠ উইকেট। ৭০ রানে থাকা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা লেগ বিফোরের ফাঁদে হারিয়েছেন উইকেট। রিভিউ চ্যালেঞ্জ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি লঙ্কান ক্যাপ্টেন। এরপর কামিন্দু মেন্ডিসের সঙ্গী হন প্রবাথ জয়াসুরিয়া। 

দুইবার জীবন পাওয়া প্রবাথ অবশ্য আউট হয়েছেন ব্যক্তিগত ২৮ রানে। ফের সাকিবের হাতে বাংলাদেশ পায় ব্রেকথ্রু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three