Image

সাকিবকে নিয়ে টেনশন নেই শান্তর, 'তিনি ভালো অবস্থানেই আছেন'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 10 ঘন্টা আগে
সাকিবকে নিয়ে টেনশন নেই শান্তর, 'তিনি ভালো অবস্থানেই আছেন'

সাকিবকে নিয়ে টেনশন নেই শান্তর, 'তিনি ভালো অবস্থানেই আছেন'

সাকিবকে নিয়ে টেনশন নেই শান্তর, 'তিনি ভালো অবস্থানেই আছেন'

টি–টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের ম্যাচ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলে সুপার এইটের পথে বেশ ভালোভাবেই এগিয়ে থাকবে নাজমুল হোসেন শান্তর দল। চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে আসল সাকিবকে এখনো দেখা যায়নি। কারণ যুক্তরাষ্ট্র পর্বে যে তিনি নিজের আলোয় জ্বলে উঠতে পারেননি। তবুও সাকিবের বর্তমান পারফর্ম্যান্স নিয়ে টিম ম্যানেজমেন্টের কেউ চিন্তিত না। অধিনায়কের আশা, খুব দ্রুতই সাকিব ফিরবেন নিজের ছন্দে। 

বিশ্বকাপে বাংলাদেশের যুক্তরাষ্ট্র পর্ব শেষ। এবার টাইগারদের অভিযান ওয়েস্ট ইন্ডিজে। সেন্ট ভিনসেন্টে শেষ দুই ম্যাচে ডাচ ও নেপালিদের হারালেই সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ। শেষ দুই ম্যাচের একটিতে জিতলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের দিকে। তবে পরের রাউন্ডে যাওয়ার চিন্তা ছাপিয়ে আলোচনার টেবিলে অফফর্মে থাকা সাকিব। এবার আসলেই কি ফুরিয়ে গেছেন সাকিব?

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে রান পাচ্ছেন না বাংলাদেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বল হাতেও যে তিনি আলো ছড়াচ্ছেন না। দুই ম্যাচ মিলিয়ে ৪ ওভার বোলিং করে উইকেট পাননি একটিও। ব্যাট হাতে রান করেছেন কেবল ১১। 

তবে সাকিব ফর্মে ফিরলে তাতে বাংলাদেশেরই লাভ। নেদারল্যান্ডস ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়কের কাছে জানতে চাওয়া, সাকিবের বর্তমান ফর্ম নিয়ে টিম টাইগার্স চিন্তিত কিনা? শান্ত'র উত্তর, 

'সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবে।' 

'না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং বলেন, বোলিং বলেন সবকিছুতেই কমফোর্টেবল আছে। শুধু একট-দুইটা ইনিংস, এই ফরম্যাটে একটা-দুইটা ইনিংস খারাপ হতেই পারে। এটা নিয়ে অধিনায়ক হিসেবে আমি কোন বাড়তি চাপ অনুভব করছি না। সে নিজেও ওইরকম চাপ অনুভব করছে না। কারণ অনেক অভিজ্ঞ এবং খুব ভালোভাবেই কামব্যাক করবে আমার কাছে মনে হয়।'

Details Bottom