এক্স সিরামিক্স গ্রুপের চিফ ব্র্যান্ড অফিসার হলেন শান্ত
এক্স সিরামিক্স গ্রুপের চিফ ব্র্যান্ড অফিসার হলেন শান্ত
এক্স সিরামিক্স গ্রুপের চিফ ব্র্যান্ড অফিসার হলেন শান্ত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজশাহীতে বেড়ে ওঠা শান্তর পরিচিত এখন বিশ্বজুড়ে। এবার নতুন পরিচয়ে পরিচিত হলেন তিনি।
দেশের শীর্ষস্থানীয় সিরামিক কোম্পানি এক্স সিরামিক্স গ্রুপের চিফ ব্র্যান্ড অফিসার হিসাবে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এমনিতে এক্স সিরামিক্সের সাথে ক্রিকেটের সম্পর্ক নতুন নয়। বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এ দুই বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সম্পর্কযুক্ত। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিংয়ের কাজে এবার যুক্ত হলেন শান্ত।
ক্রীড়ানুরাগী বলে পরিচিত এক্স ইনডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার এই বিষয়ে বলেন, 'আমাদের কোম্পানি সিলেট স্ট্রাইকার্সের দুই মৌসুমের জন্য সহ মালিকানা গ্রহণ করে। নাজমুল হোসেন শান্ত সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন। তখন থেকে তাঁর সাথে আমরা আলোচনা শুরু করি। আমরা নিশ্চিত যে, শান্তর উপস্থিতি ও আন্তরিকতা আমাদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে।'
এসময় উচ্ছ্বাস প্রকাশ করে নাজমুল হোসেন শান্ত বলেন, 'বাংলাদেশের শীর্ষস্থানীয় সিরামিক কোম্পানীতে যোগদান করতে পেরে আমি রোমাঞ্চিত। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্র্যান্ড প্রসারে সচেষ্ট থাকব। এক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য এক্স সিরামিক গ্রুপকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি।'
তরুণ ও প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে সংযোগ গড়ে তোলার এবং দেশের ক্রীড়াঙ্গনে আরও বিনিয়োগ করার উদ্দেশ্যে এক্স সিরামিক্স গ্রুপ এই পদক্ষেপ নিয়েছে, যা সিরামিক ইন্ডাস্ট্রিতে বিরল। গ্রুপটি খেলাধুলা, ব্যবসায়িক শৃঙ্খলা, দলগত কাজ, নেতৃত্ব ও কৌশলগত চিন্তাভাবনার আক্ষরিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছে।