Image

বিসিসিআই সভাপতির দৌড়ে শচীন?

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 25 মিনিট আগে
বিসিসিআই সভাপতির দৌড়ে শচীন?

বিসিসিআই সভাপতির দৌড়ে শচীন?

বিসিসিআই সভাপতির দৌড়ে শচীন?

আসন্ন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্বাচনের আগে একটি গুঞ্জন তোলপাড় ফেলে দিয়েছে ক্রিকেট অঙ্গনে। শোনা যাচ্ছিল, বর্তমান সভাপতি রজার বিনিকে সরিয়ে শচীন টেন্ডুলকার বিসিসিআইয়ের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন। 

তবে এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে শচীনের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড।

বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি পদে শ্রী শচীন টেন্ডুলকারের নাম বিবেচনা করা বা মনোনীত করা সম্পর্কে কিছু প্রতিবেদন ও গুজব ছড়িয়ে পড়েছে, যা আমাদের নজরে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এমন কোনো কিছুই হয়নি। গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আমরা।”

এই ধরনের ভিত্তিহীন জল্পনা-কল্পনায় বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিসিআই-এর নিয়মিত নির্বাচন, যেখানে সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ এই পাঁচটি পদের জন্য ভোটগ্রহণ হবে।

২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে বিসিসিআই সভাপতি হন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী তারকা রজার বিনি। যদিও বিসিসিআই সভাপতির মেয়াদ কাগজে-কলমে তিন বছর, তবে চলতি মাসের শুরুতেই দায়িত্ব ছাড়তে হয় বিনিকে। কারণ, বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী ৭০ বছরের বেশি বয়সী কেউ এই পদে থাকতে পারেন না। সেই শূন্য পদে কে আসছেন, তা নিয়ে জোর জল্পনা চললেও শচীন টেন্ডুলকারের নাম এখন তালিকার বাইরে।
 

Details Bottom