Image

নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, স্বপ্ন বাঁচিয়ে রাখা হল না শ্রীলঙ্কার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, স্বপ্ন বাঁচিয়ে রাখা হল না শ্রীলঙ্কার

নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, স্বপ্ন বাঁচিয়ে রাখা হল না শ্রীলঙ্কার

নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, স্বপ্ন বাঁচিয়ে রাখা হল না শ্রীলঙ্কার

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে পয়েন্টের দেখা পেল নেপাল। বৃষ্টির কারণে লডারহিলে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে মাঠে গড়ায়নি একটি বলও। আর তাতেই পয়েন্ট হল ভাগাভাগি। নেপাল এক পয়েন্ট পেলেও বিপদ বেড়ে গেল লঙ্কানদের। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই তারা যাচ্ছে ছিটকে। 

টানা বৃষ্টিতে টস পর্যন্ত করতে পারেনি দুই দলের অধিনায়ক। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ম্যাচ। তাতে দুই দল এক পয়েন্ট করে ভাগাভাগি করায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে এবং খুব কাছে লঙ্কান দল। তবে সুবিধা হয়েছে দক্ষিণ আফ্রিকার।  বিশ্বকাপের প্রথম দল হিসাবে তারা গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সুপার এইট। সমান দু'টি করে ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে বাংলাদেশ ও নেদারল‍্যান্ডস।

পয়েন্ট ভাগাভাগি হওয়ায় নেপাল ও লঙ্কানদের শেষ আটে খেলা সম্ভাবনা প্রায় শেষ। তবে যতটুকু আশা বেঁচে আছে তা কঠিন সমীকরণের ওপরে নির্ভর, এক কথায় অসম্ভবও বটে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে যেকোন এক দল জিতলেই বাদ হয়ে যাবে শ্রীলঙ্কা। ১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেই কেবল আশা বাঁচবে শ্রীলঙ্কার। এরপরও নিজেদের হারাতে হবে নেদারল্যান্ডসকে। তাকিয়ে থাকতে হবে নেপাল বাংলাদেশ ম্যাচেও। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে প্রতিকূল আবহাওয়া মাঝেমধ্যে ব্যাঘাত ঘটাবে, এমন পূর্বাভাস মিলেছিল। শেষ পর্যন্ত জয়ী হলো বৃষ্টিই। শ্রীলঙ্কা-নেপালের মধ্যকার ম্যাচটিতে আর ফল বের করা গেল না।

Details Bottom