টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা
- 1
হার্দিক পান্ডিয়া, আশিষ নেহরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে আইপিএল
- 2
শুরুতেই নেই জাওয়াদ আবরার, এরপর তামিম-কালামের প্রতিরোধ
- 3
১০ দিনের জন্য ভারতের রামকৃষ্ণন শ্রীধরকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা
- 4
পিএসএলে অংশ নেওয়া রিশাদ-নাহিদ রানাদের নিরাপত্তা নিয়ে সতর্ক বিসিবি
- 5
সোহান, অংকনের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ৩৪৪

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন রোহিত শর্মা
ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সবচেয়ে দীর্ঘ ফরম্যাটে নিজের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রোহিত।
ইনস্টাগ্রামে একটি পোস্টে রোহিত লেখেন, 'সবাইকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।'
'দেশের হয়ে সাদা জার্সিতে খেলা আমার জন্য গর্বের বিষয়। বছরের পর বছর যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে থাকবো।'
৩৮ বছর বয়সী এই ব্যাটার ২০২২ সালে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এবং ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
রোহিতের অবসরের সিদ্ধান্তটি এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক পাঁচ টেস্টের সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর। এই সিরিজে তিন টেস্ট খেলে মাত্র ৩১ রান সংগ্রহ করতে পারেন।
সিরিজের শেষ টেস্টে ফর্মহীনতার কারণে একাদশ থেকে নিজেই সরে দাঁড়ান রোহিত, যেখানে তার অনুপস্থিতিতে পেসার জাসপ্রীত বুমরাহ অধিনায়কের দায়িত্ব পালন করেন।