Image

প্রস্তুতির লড়াই: মাঠে মুখোমুখি লাল ও সবুজ দল

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 15 মিনিট আগে
প্রস্তুতির লড়াই: মাঠে মুখোমুখি লাল ও সবুজ দল

প্রস্তুতির লড়াই: মাঠে মুখোমুখি লাল ও সবুজ দল

প্রস্তুতির লড়াই: মাঠে মুখোমুখি লাল ও সবুজ দল

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ভিন্ন পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে একের পর এক সাফল্য এলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সেই ধারাবাহিকতা ধরে রাখা যাচ্ছে না। কারণ, বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খায় না সেই ‘পছন্দসই উইকেট’। মিরপুরের সেই চেনা পরিবেশ থেকে বেরিয়ে এবার প্রস্তুতির ঘাঁটি করা হয়েছে সিলেটে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস, কিন্তু লক্ষ্য এশিয়া কাপ। সেই লক্ষ্যের পথে নিজেদের ঝালিয়ে নিতে সিলেটে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প, যার অংশ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি ম্যাচ। যেখানে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মাঠে নামেন জাতীয় দলের ক্রিকেটাররা।

মিরপুরের উইকেটে খেলে বহুজাতিক টুর্নামেন্টের জন্য আদর্শ কোনো প্রস্তুতি হয় না। পছন্দসই উইকেট বানিয়ে ভারিভুরি জয়ের স্বাদ পাওয়া যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। মানে, উন্নতি চোখে পড়ে না। বলতে পারেন, মিরপুরে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করা, পাকিস্তানকে সিরিজ হারিয়ে দেওয়া, এসব কী উন্নতি নয়? আদতে তা কোনো উন্নতিই নয়। বিষয়টি একটু উদাহরণ দিয়ে বললে পরিষ্কার হবে।

মিরপুরে খেলে পাওয়া জয়গুলো ক্রিকেটারদের মনে অতি-আত্মবিশ্বাসের জন্ম দেয়, যা বহুজাতিক টুর্নামেন্টে গিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়। ফলে ভালো কোনো ফল সামনে আনা সম্ভব হয় না।

সেই ভাবনা থেকে এবার বিসিবি নতুন ছকে হাঁটছে, মিরপুরের বাইরে ঘাঁটি এবার সিলেটে। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বিসিবি নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজকে সামনে রেখে সিলেটে করছে কন্ডিশনিং ক্যাম্প।

সেই ক্যাম্পের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল।

লাল দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। জাকের আলী অনিকের নেতৃত্বে সবুজ দলের হয়ে মাঠে নেমেছিলেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও তাওহীদ হৃদয়রা।

প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ে ঝলক দেখায় সবুজ দল। সেখানে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন সৌম্য সরকার। চোখধাঁধানো দারুণ সব শটে খেলেন ৪১ রানের এক দুর্দান্ত ইনিংস। সৌম্যর মতো কম যাননি এইচপি ক্যাম্পের মাহফিজুল ইসলাম রবিনও। এইচপি দলের এই তরুণ খেলেন চল্লিশোর্ধ্ব এক ইনিংস, যা ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত ৪৪ রান।

প্রস্তুতি ম্যাচে নজর ছিল জাকের আলী অনিকের ব্যাটে। জুলিয়ান উডের প্রশিক্ষণে ‘পাওয়ার হিটার’ তকমা পাওয়া এই ব্যাটার কেমন খেলেন, সেটাই ছিল দেখার বিষয়। তবে অনিক আজ হতাশ করেননি। বড় ইনিংস না খেললেও, উডের টোটকা বাস্তবায়নের চেষ্টায় মত্ত ছিলেন। ইনিংসের ১৯তম ওভারে তানজিম হাসান সাকিবের ফুলটস ডেলিভারি, অনিক কব্জির জোর কাজে লাগিয়ে মিডউইকেট ও লং অফের মাঝখান দিয়ে পাঠিয়ে দিলেন গ্যালারিতে। এরপর ২০তম ওভারের প্রথম বলে (বোলার খালেদ), আবারও ফুলটস। এবার অনিক মারলেন অনসাইডে, বল গিয়ে আছড়ে পড়ল পূর্ব পাশের ক্লাব হাউসে! সবুজ দলের সংগ্রহ গিয়ে দাঁড়াল ২০৩-এ। অনিক ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৩৫ রানের এক দারুণ ইনিংসে।
 

৩ উইকেট শিকার করে লাল দলের সফল বোলার ছিলেন খালেদ আহমেদ। একটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান ও তাওহীদ হৃদয়।

লাল দলের লড়াইয়ে একমাত্র আশার আলো হৃদয়

লাল দলের হয়ে ব্যতিক্রম ছিলেন কেবল তাওহীদ হৃদয় ও অধিনায়ক লিটন দাস। দলীয় ২৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর এই দুই ব্যাটার যোগ করেন ৩৭ রান। তবে ইনিংস লম্বা করতে পারেননি লিটন। শরীফুল ইসলামের বলে ফেরার পর ম্যাচে লাল দলের আশা টিকে ছিল কেবল হৃদয়ের ব্যাটে ভর করে।

সেই আস্থার প্রতিদান দিতে মোটেই ভুল করেননি হৃদয়। সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ২৭ বলে ৬টি ছক্কা ও ৩টি চারে খেলেন ৫৬ রানের এক অসাধারণ ইনিংস। তবে হৃদয়ের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেননি। ফলস্বরূপ, ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে লাল দল গুটিয়ে যায় মাত্র ১৩৫ রানে। আর এতে করে ৬৮ রানের বড় জয় তুলে নিয়ে নেদারল্যান্ডস সিরিজের আগে আত্মবিশ্বাসের সঞ্চার করে সবুজ দল।

সবুজ দলের বোলিং আক্রমণ ছিল সত্যিই আগুনে। শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন সমান ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ নেন ২টি এবং নাসুম আহমেদ ১টি উইকেট।

সিলেটের উইকেটে এমন প্রস্তুতি ম্যাচ কেবল ফলাফলের জন্য নয়, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ। মিরপুরের আরামদায়ক পরিবেশে জয় পাওয়ার চেয়ে কঠিন কন্ডিশনে লড়াই করাই বড় টুর্নামেন্টের জন্য দলকে তৈরি করে। সবুজ দলের এমন পারফরম্যান্স নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং তারও পরের এশিয়া কাপে একটি স্পষ্ট বার্তা দিয়ে রাখল যে, তারা প্রস্তুত!

Details Bottom
Details ad One
Details Two
Details Three