Image

চ্যাম্পিয়ন্স কাপে মেন্টরের ভূমিকায় পাকিস্তানের পাঁচ তারকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স কাপে মেন্টরের ভূমিকায় পাকিস্তানের পাঁচ তারকা

চ্যাম্পিয়ন্স কাপে মেন্টরের ভূমিকায় পাকিস্তানের পাঁচ তারকা

চ্যাম্পিয়ন্স কাপে মেন্টরের ভূমিকায় পাকিস্তানের পাঁচ তারকা

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স কাপ দলের মেন্টর হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে ৫ জন সাবেক ক্রিকেটারকে। তারা হলেন, মিসবাহ-উল-হক, সাকলাইন মুশতাক, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক এবং ওয়াকার ইউনিস। তাদের দল ও স্কোয়াডের নাম পরে ঘোষণা করা হবে।

২০২৪-২৫ সালের পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগে মেন্টরদের প্রথম অ্যাসাইনমেন্ট হবে চ্যাম্পিয়ন্স ওয়ান-ডে কাপ। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১২ থেকে ২৯ সেপ্টেম্বর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। 

চ্যাম্পিয়ন্স কাপ দলের ৫ মেন্টর মিলে ১৬৬২ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, রান করেছেন ৩২৭৮০  এবং উইকেট নিয়েছেন ১৫০৩।  পাঁচজনের মধ্যে সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিক দুইবার আইসিসি ইভেন্ট বিজয়ী। মিসবাহ উল হল ২০১২ সালের এশিয়া কাপ বিজয়ী অধিনায়ক। অন্যদিকে সাকলাইন এবং ওয়াকার ১৯৯৯ বিশ্বকাপে খেলা দলের সদস্য ছিলেন। 

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেন, 'চ্যাম্পিয়ন্স কাপ দলের পরামর্শদাতা হিসাবে আমি পাঁচজন ব্যতিক্রমী চ্যাম্পিয়নকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এই ব্যক্তিরা প্রচুর ক্রিকেট অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতা নিয়ে আসে, যা আমাদের সকলের পছন্দের খেলার প্রতি তাদের আবেগের সাথে মিলিত হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এগিয়ে যেতে সাহায্য করবে।' 

'এই পাঁচজন পরামর্শদাতা আমাদের উদীয়মান ক্রিকেটারদের বিকাশ এবং অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা কৌশলগত পরিকল্পনা এবং দল গঠনের প্রক্রিয়া পরিচালনা করবে, পাশাপাশি নেতৃত্ব এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা প্রদান করবে।'

মিসবাহ-উল-হক- পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। পাকিস্তানকে ৫৬ টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে জয় পেয়েছেন ২৬ টি তে। তার নেতৃত্বেই ২০১৬ সালে আইসিসি টেস্ট টিম র‍্যাঙ্কিংয়ে টপে উঠেছিলো পাকিস্তান। তাছাড়া ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ বলে ১০০ রান করে তৎকালীন দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন মিসবাহ উল হক।

সাকলাইন মুশতাক- দ্রুততম ২৫০ ওডিআই উইকেট এবং এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ওডিআই উইকেট নেন তিনি। ওয়ানডেতে দুটি হ্যাটট্রিক করেছেন, যার মধ্যে একটি বিশ্বকাপে একটি। দুসরা' এর উদ্ভাবক সাকলাইন মুশতাক।

সরফরাজ আহমেদ- সরফরাজের অধিনায়কত্বে আইসিসি ট্রফি জয় করে পাকিস্তান। ২০০৬ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি  এবং ২০১২ সালের এশিয়া কাপ  জয়ী দলের সদস্য ছিলেন সরফরাজ। ওয়ানডেতে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড তার।

শোয়েব মালিক- ৩৫ টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪ টি টি-টোয়েন্টি খেলে  তিনি মোট ১১৮৬৭ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ২১৮ টি।ল

ওয়াকার ইউনিস- ৩ টি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ওয়ানডেতে দ্রুততম ৪০০ উইকেট নেয়ার রেকর্ডটি ধরে রেখেছেন। তিনি একটি টেস্টের ১১ জন ব্যাটারকেই আউট করেছেন। পাকিস্তানের জাতীয় দলের কোচ ছিলেন।

Details Bottom