গম্ভীর বলেছেন, ভারতের পাকিস্তানের সাথে খেলা মোটেও উচিত নয়

গম্ভীর বলেছেন, ভারতের পাকিস্তানের সাথে খেলা মোটেও উচিত নয়
গম্ভীর বলেছেন, ভারতের পাকিস্তানের সাথে খেলা মোটেও উচিত নয়
পাহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার ব্যক্তিগত মত, পাকিস্তানের সঙ্গে কোনো রকম ম্যাচ হওয়া উচিত নয়, এমনকি নিরপেক্ষ ভেন্যুতেও নয়। যতদিন না সন্ত্রাস বন্ধ হচ্ছে, ততদিন কোনও সম্পর্ক রাখা উচিত নয়।'
গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে এক সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ মানুষ। এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ইন্দাস জল চুক্তি স্থগিত করা, অটারি সীমান্ত বন্ধ করে দেওয়া এবং কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা।
গম্ভীর আরও বলেন, 'কোনও ক্রিকেট ম্যাচ, সিনেমা বা সাংস্কৃতিক অনুষ্ঠান একজন ভারতীয় নাগরিকের বা সৈনিকের প্রাণের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না।'
তবে তিনি স্পষ্ট করেন, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের এবং বোর্ডের। তিনি কেবলমাত্র তার মত প্রকাশ করেছেন।
বিগত এক দশকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। শুধুমাত্র এশিয়া কাপ এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে তারা মুখোমুখি হয়েছে। সম্প্রতি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’দল শেষবার খেলেছে।
এছাড়া রোহিত শর্মা এবং ভিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠলে গম্ভীর বলেন, কোচ হিসেবে তার কাজ একাদশ নির্বাচন করা, দল নির্বাচন নয়।
'যতদিন একজন খেলোয়াড় পারফর্ম করছে, ততদিন তার খেলা উচিত। পারফর্ম করলে ৪০ নয়, ৪৫ বছর পর্যন্তও খেলা যায়।'