আইপিএলের শেষ বেলায় এসে দল পেলেন মায়াঙ্ক আগারওয়াল

আইপিএলের শেষ বেলায় এসে দল পেলেন মায়াঙ্ক আগারওয়াল
আইপিএলের শেষ বেলায় এসে দল পেলেন মায়াঙ্ক আগারওয়াল
আইপিএলের বাকি অংশে আর খেলা হচ্ছে না দেবদূত পাডিকালের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই বাঁহাতি ওপেনার। তার পরিবর্তে আইপিএলের শেষদিকে হলেও দল পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।
৩৪ বছর বয়সী মায়াঙ্ক আগারওয়াল ১ কোটি রুপিতে আরসিবি শিবিরে ফিরেছেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩৫টি ম্যাচে খেলেছিলেন তিনি, যেখানে ১২৮.৭৯ স্ট্রাইক রেটে করেছিলেন ৪৯২ রান।
মায়াঙ্ক আগারওয়াল এখন পর্যন্ত মোট ১২৭ টি আইপিএল ম্যাচ খেলেছেন। সেখানে করেছেন ২৬৬১ রান। তাছাড়া তিনি আইপিএলে একটি শতকের ও দেখা পেয়েছেন তার সাথে আছে ১৩ টি অর্ধশতক।
পাডিকালের ইনজুরি আরসিবির জন্য বড় ধাক্কা। চলতি মৌসুমে ডানহাতি ব্যাটারদের মাঝে তিনি বাঁহাতি হওয়ায় ব্যাটিং ব্যালেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। ১০ ইনিংসে তিনি করেছেন ২৪৭ রান, গড় ২৭.৪৪ এবং স্ট্রাইক রেট ১৫০.৬০। যা গত মৌসুমের তুলনায় বিশাল উন্নতি। তখন তার গড় ছিল মাত্র ৫.৪২ এবং স্ট্রাইক রেট ৭১.৬৯।
একটি জয় দূরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করার আরসিবি তাদের পরবর্তী ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের।