যুদ্ধের আবহেও ধরমশালার মাঠে শুরু হচ্ছে আইপিএল ম্যাচ

যুদ্ধের আবহেও ধরমশালার মাঠে শুরু হচ্ছে আইপিএল ম্যাচ
যুদ্ধের আবহেও ধরমশালার মাঠে শুরু হচ্ছে আইপিএল ম্যাচ
অপারেশন সিঁদুরের প্রভাবেও থেমে নেই আইপিএল। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতেও আইপিএলের আজকের ম্যাচের সূচি বদলাচ্ছে না। সবকিছু ঠিক থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হয়নি টস।
যথারীতি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ধরমশালাতে আজ লড়াইয়ে নামছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। শুধু তাই নয়, ম্যাচের আগে ভারতীয় সেনার বীরত্বকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করে বিসিসিআই। সন্ধ্যা ৭টা থেকে ধরমশালার এইচপিএ স্টেডিয়ামে সেনাকে সম্মান জানিয়ে পারফর্ম করেন বি প্রাক। ভারতকে নিয়ে যাঁর একাধিক দেশাত্মবোধক গান বেশ জনপ্রিয়।
ধরমশালাতে আজ পাঞ্জাব-দিল্লি ম্যাচ আয়োজনের জন্য সরকারি অনুমোদন পায় বিসিসিআই। ভারতীয় সেনাদের উপর আস্থা রেখে বোর্ড সূচি মতোই ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচও গামী ১১ মে এই ধরমশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। লজিস্টিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে।
শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের ১১টি ম্যাচে মোট ১৫ পয়েন্ট আছে। পাঞ্জাব আজ দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইবে। যদি পাঞ্জাব এই ম্যাচে জেতে, তবে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে।