রিশাদ-নাহিদকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে বিসিবি

রিশাদ-নাহিদকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে বিসিবি
রিশাদ-নাহিদকে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে বিসিবি
বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএলে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে গিয়ে চরম বিপাকে এই দুই তরুণ ক্রিকেটার। বিসিবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা রিশাদ হোসেন ও নাহিদ রানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। যেমনটি তারা আগেই বলেছে, বিসিবি তার খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
লাহোর কালান্দার্স আর পেশোয়ার জালমির হয়ে রিশাদ ও নাহিদ রানা প্রথমবারের মতো বিদেশের লিগে খেলতে গেছেন। পাকিস্তানে অবস্থানকালে ক্রিকেটাররা যাতে নিরাপদ বোধ করেন তা নিশ্চিত করার জন্য বোর্ড পিসিবি এবং বাংলাদেশ হাইকমিশন উভয়ের সাথেই ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করছে যাতে খেলোয়াড়দের সময়মতো এবং নিরাপদে পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে আনা যায়।
পিন্ডি স্টেডিয়ামে পিএসএলের দুই দল পেশোয়ার জালমি এবং করাচি কিংসের ম্যাচ শুরু হওয়ার ছিল আজ বৃহস্পতিবার রাত ৯টায়। কিন্তু সকালে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয় বলে অভিযোগ। ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়েছে।
ফলে সেখানে আপাতত আর ম্যাচের আয়োজন করা যাবে না। পিসিবি জানিয়েছে, পিএসএলের যে ক’টি ম্যাচ বাকি আছে, তা করাচি স্টেডিয়ামে হবে। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।