Image

ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচের দায়িত্ব পেলেন রবি রামপাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচের দায়িত্ব পেলেন রবি রামপাল

ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচের দায়িত্ব পেলেন রবি রামপাল

ওয়েস্ট ইন্ডিজের বোলিং কোচের দায়িত্ব পেলেন রবি রামপাল

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের কোচিং প্যানেলে এসেছে পরিবর্তন। জেমস ফ্র্যাঙ্কলিনের বদলে বোলিং কোচের দায়িত্ব সামলাবেন ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পেসার রবি রামপাল। এছাড়া আয়ারল্যান্ড সিরিজে কোচিং প্যানেলে থাকবেন কেভিন ও’ব্রায়েন।  

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকানো উইকেটকিপার ব্যাটসম্যান আমির জাঙ্গুকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা। বাংলাদেশ সিরিজে জায়গা না পাওয়া জুয়েল অ্যান্ড্রুকে এবার ডাকা হয়েছে দলে। আইপিএলে ব্যস্ত থাকার কারণে নেই কেবল শিমরন হেটমায়ার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বড় কোন পরিবর্তন না হলেও কোচিং স্টাফে একটি পরিবর্তন হয়েছে। নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক পেসার রবি রামপাল।

কোচিংয়ে আসার আগে রবি রামপাল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ টেস্ট, ৯২টি ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে শিকার করেছেন মোট ১৯৭ উইকেট।   

এছাড়াও আয়ারল্যান্ড সফরের জন্য ক্যারিবীয়দের কোচিং স্টাফে যুক্ত হবেন আয়ারল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন।  

ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ ২১ মে। পরের দুই ওয়ানডে যথাক্রমে ২৩ ও ২৫ মে। ডাবলিনের এক ভেন্যুতেই অনুষ্ঠিত হবে উইন্ডিজের আয়ারল্যান্ড সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ দল আরও তিনটি ওয়ানডে খেলতে এরপ ইংল্যান্ড সফরে যাবে, যা ২৯ মে এজবাস্টনে শুরু হবে। ১ জুন কার্ডিফে দ্বিতীয় ওয়ানডে, ওভালে ৩ জুন হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। 

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: 

শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three