অধিনায়ক ইউনুস খানের ব্যাটে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
অধিনায়ক ইউনুস খানের ব্যাটে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
অধিনায়ক ইউনুস খানের ব্যাটে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান
লিজেন্ডদের চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে ৫ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। ৪১ বলে ৬৩ রানের ইনিংস খেলা পাক অধিনায়ক ইউনুস খান জিতলেন ম্যাচ সেরার পুরষ্কার।
বার্মিংহামের এগবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৭ উইকেটে ১৮৯ রান। শন মার্স করেন ২০ বলে ১৬ রান। এ্যরন ফিঞ্জ খেলেন ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস। তার ইনিংসে ছিলো ৩ টি ছক্কা ও ৯ টি চারের মার।
অস্ট্রেলিয়ার হয়ে বেন ডাঙ্ক করেন ১৮ বলে ২৭ রান। কলাম ফার্গুসন ১৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে নাথান কোল্টারের ১০ বলে ১৫ রানের ইনিংসে অস্ট্রেলিয়া সংগ্রহ দাড়ায় ১৮৯ রানে।
পাকিস্তানের হয়ে শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক ২ টি করে উইকেট নেন।
১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শারজিল খান ও কামরাম আকমল আউট হয়ে যান যথাক্রমে ব্যাক্তিগত ১৭ ও ৪ রানে। তারপর শোয়েব মাকসুদ ও শোয়েব মালিকের ইনিংসে শুরুর ধাক্কা সামনে উঠতে থাকে পাকিস্তান।
৫ম উইকেট জুটিতে ইউনুস খান ও মিসবাহ উল হক দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে থাকে। এই জুটি থেকে আসে ৯০ রান। ইউনুস আউট হন ৪১ বলে ৬৩ রান করে। শেষ দিকে শহীদ আফ্রিদি ৫ বলে ১১ রানের ইনিংস খেলেন। মিসবাহ অপরাজিত থাকেন ৩০ বলে ৪৬ রান করে।
অস্ট্রেলিয়ার হয়ে ব্রেট লি ও নাথান কোল্টার ২ টি করে উইকেট নেন।