টেস্ট ফরম্যাটে সুযোগ, জাকের আলি জানালেন নিজের লক্ষ্যের কথা
টেস্ট ফরম্যাটে সুযোগ, জাকের আলি জানালেন নিজের লক্ষ্যের কথা
টেস্ট ফরম্যাটে সুযোগ, জাকের আলি জানালেন নিজের লক্ষ্যের কথা
দেশের হয়ে জাতীয় দলে প্রথমবারের মত টেস্ট ফরম্যাটে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে শরিফুলের ইসালের পরিবর্তে মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলে নেয়া হয়েছে জাকেরকে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন জাকের।
জাকের টেস্ট দলে ডাক পেয়েছেন মূলত প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। টেস্ট দলে সুযোগ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাকের বলেন, "অবশ্যই খুব ভালো একটা অনুভূতি। সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওরকম প্রক্রিয়ায়ই এগোই।"
একাদশ সুযোগ পেলে চ্যালেঞ্জের জন্য কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে জাকের বলেন, "স্কোয়াডে নির্বাচিত যেহেতু হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স। তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।"
কিছুদিন আগেই পাকিস্তানকে ২ টি টেস্টে পরাজিত করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার আশা করছে বাংলাদেশ। এটা কি দেশের টেস্ট কালচার বদলের আভাস কিনা?
জাকের বলেন, "আমি কিছু দিন আগেও বললাম, আমরা যে দুইটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে আসা, এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস। আর হ্যাঁ, দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। চেষ্টা করব সেরাটা দেওয়ার।"
টেস্টে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এই মুহুর্তে তারা রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে। তাও ভারতে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখেন এই প্রশ্নের উত্তরে জাকের বলেন, "অবশ্যই দেখেন, যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গিয়েছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এই বছর আমাদের চেষ্টা থাকবে, যেটা আমরা দল হিসেবে আগে কখনও করতে পারি, সেটা করার চেষ্টা থাকবে।"
একাদশে সুযোগ পেলে নিজের লক্ষ্য সম্পর্কে জাকের বলেন, "লক্ষ্য ওই তো, সুযোগ পেলে নিজের সেরা পারফরম্যান্স করা, দলের পরিকল্পনা অনুযায়ী খেলা। প্রথমে আমি টি-টোয়েন্টি দলের অনুশীলনে ছিলাম। পরে তো সংস্করণ আলাদা হলো। দুই সংস্করণের জন্যই প্রস্তুতি রেখেছি। এখন শুধু সংস্করণ অনুযায়ী মানসিকতা বদলাতে হবে।"