ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান

ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান

ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান

ডেভন কনওয়ের মহাকাব্যিক ২২৭ রানে ভর করে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দিন শেষ হওয়া পর্যন্ত বিনা উইকেটে ১১০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, তবে এখনও পিছিয়ে রয়েছে ৪৬৫ রানে।

দিনের শেষ ভাগে নতুন বল সামলে আত্মবিশ্বাসী ব্যাটিং করেন ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল। ২৩ ওভার নির্বিঘ্নে কাটিয়ে কিং অপরাজিত ৫৫ ও ক্যাম্পবেল ৪৫ রানে দিন শেষ করেন। 

নিউজিল্যান্ডের ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার ডেভন কনওয়ে। ৩১৬ বল খেলে ২৮টি চারের সাহায্যে ২২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। শেষদিকে রাচিন রবীন্দ্রর দ্রুত ৭২* (৬ চার, ২ ছক্কা) এবং আজাজ প্যাটেলের ৩০* রানের ক্যামিওতে ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেন অধিনায়ক টম ল্যাথাম।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ ছিল চাপে। তবু জাস্টিন গ্রিভস (২/৮৩), জেডেন সিলস (২/১০০) ও অ্যান্ডারসন ফিলিপ (২/১৫৪) দুটি করে উইকেট তুলে কিছুটা প্রতিরোধ গড়েন। দুপুরের পর সিলসের টাইট স্পেলে এলবিডব্লিউ হয়ে ফেরেন কনওয়ে।

ফিল্ডিংয়েও ভুগেছে ক্যারিবীয়রা। কনওয়ে ২০৬ রানে থাকা অবস্থায় ক্যাচ মিস করেন কেভেম হজ, আর ড্যারিল মিচেল ৯ রানে জীবন পান গ্রিভসের হাত ফসকে।

চোট ও অসুস্থতায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ দলে উদ্বেগও রয়েছে। কেমার রোচ হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন, ব্যাটিংয়েও নামা অনিশ্চিত। শীর্ষ ব্যাটার শাই হোপ অসুস্থতার কারণে দলীয় হোটেলেই ছিলেন।