নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশ, সিরিজে ক্যারিবীয়দের ছাড় দিল না কিউইরা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখন তাইজুল ইসলাম
-
2
পঞ্চম দিনের অপেক্ষা, মিরপুরে বিরল দৃশ্যের সামনে বাংলাদেশ
-
3
মিরপুরে আরেক মাইলফলকে বাংলাদেশ, আলোচনার কেন্দ্রবিন্দুতে তাইজুলের স্বপ্ন শুরু না হওয়া যাত্রা
-
4
ভারত সফরে পূর্ণ শক্তির দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
-
5
এটা টিম গেম, মুশফিককে সেঞ্চুরি করতে সুযোগ না দেয়ার ব্যাপারে আশরাফুল
নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশ, সিরিজে ক্যারিবীয়দের ছাড় দিল না কিউইরা
নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশ, সিরিজে ক্যারিবীয়দের ছাড় দিল না কিউইরা
হ্যামিল্টনের মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের আধিপত্য দেখল ক্রিকেটপ্রেমীরা। সিরিজ আগেই নিজের করে নেওয়া কিউইরা সুযোগকে কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের নিয়ন্ত্রণের ছাপ ছিল প্রতিপক্ষের ওপর।
শনিবার (২২ নভেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিউই পেসারদের তোপে ক্যারিবীয় ব্যাটাররা মাত্র ৩৬.২ ওভার খেলে ১৬১ রানে অলআউট হয়। দলের পক্ষে রস্টন চেজ করেন সর্বোচ্চ ৩৮ রান (৫১ বলে), এছাড়া জন ক্যাম্পবেল ২৬ রান (২৪ বলে) এবং খ্যারি পিয়েরি করেন ২২ রান (৩৪ বলে)। নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি নেন ৪ উইকেট।
টার্গেট ১৬২ রানে পৌঁছানোর পথে নিউজিল্যান্ডের শুরুটা ছিল টালমাটাল। ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। ডেভন কনওয়ে ১১, রাচিন রবীন্দ্র ১৪ এবং উইল ইয়োং মাত্র ৩ রান করে আউট হন। ২৫ বলে ১০ রান করা টম ল্যাথামও সাজঘরে ফেরেন।
কিন্তু এরপরই ৭৫ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন মার্ক চ্যাপম্যান (৬৪ রান, ৬৩ বলে) ও মাইকেল ব্রেসওয়েল (৪০*, ৩১ বলে)। স্যান্টনারও ৯ রানের অবদান রাখেন, শেষ পর্যন্ত দল জয়ের পথে হাঁটতে সক্ষম হয়।
নিউজিল্যান্ডের পেস আক্রমণ, কঠোর ব্যাটিং এবং চাপ সামলানোর ক্ষমতা মিলে সিরিজ শেষ হয় হোয়াইটওয়াশের সঙ্গে।
