Image

নাহিদ রানার স্বপ্নের অভিষেক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাহিদ রানার স্বপ্নের অভিষেক

নাহিদ রানার স্বপ্নের অভিষেক

নাহিদ রানার স্বপ্নের অভিষেক

সিলেটে সকাল-সকাল মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ।  টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত জানালেন আগে বোলিংয়ের। বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসাবে নাহিদ রানার টেস্ট অভিষেক।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশের চোখ এখন সাদা পোশাকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আজ শুক্রবার থেকে। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। 

তিন পেসারের সাথে একাদশে দুইজন বিশেষায়িত স্পিনার রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। শরিফুল-খালেদের সাথে নতুন মুখ নাহিদ রানা। স্পিন আক্রমণে তাইজুল ইসলামের সাথে থাকবেন মেহেদী হাসান মিরাজ। 

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটি দিয়েই টেস্টে নিয়মিত অধিনায়ক হিসেবে নতুন এসাইনমেন্ট নাজমুল হোসেন শান্তর। গেল বছর ঘরের মাঠে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর অধীনে জয় পেয়েছিল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না লিটন কুমার দাস। এই ম্যাচ দিয়ে তিনি ফের সাদা পোশাকের একাদশে ফিরছেন।

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ-

দিমুথ করুণারত্নে, নিশান ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three