নাগরিক টিভি ও বাংলালিংক বাংলাদেশে আইসিসির টুর্নামেন্ট দেখাবে
- 1
মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে বানানো ট্রফি, লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড
- 2
আইভরিকোস্টকে ৭ রানে অলআউট করে নাইজেরিয়া জিতেছে ২৬৪ রানে
- 3
অধিনায়ক তামিমের অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হারাল বাংলাদেশ
- 4
ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে তাসকিন, বাকিদের অবনতি
- 5
টি-টেনে জয়ের দেখা পেল সাকিবের বাংলা টাইগার্স
নাগরিক টিভি ও বাংলালিংক বাংলাদেশে আইসিসির টুর্নামেন্ট দেখাবে
নাগরিক টিভি ও বাংলালিংক বাংলাদেশে আইসিসির টুর্নামেন্ট দেখাবে
আইসিসির ইভেন্টগুলো বাংলাদেশে প্রচারের জন্য সম্প্রচার স্বত্ব পেয়েছে টিএসএম। দুই বছরের টিএসএম এই চুক্তি করেছে নাগরিক টিভি ও বাংলালিংক এর সাথে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত হয়েছে। ব্রডকাস্টার হিসেবে নাগরিক টিভি দায়িত্ব পালন করবে। অন্যদিকে বাংলালিংকের কাছে থাকবে ডিজিটাল মাধ্যমগুলোর দায়িত্ব।
আগামী ২০২৫ সাল পর্যন্ত টিএসএম ও আইসিসির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পুরো দুই বছরে মোট ৬ টি আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো; ২০২৪ সালে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৫ সালে অনূর্ধ্ব-১৯ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, আইসিসি নারী বিশ্বকাপ। এই সবগুলো টুর্নামেন্ট বাংলাদেশি দর্শকদের কাছে পৌঁছে দিতে দায়িত্ব পালন করবে নাগরিক টিভি ও বাংলালিংক।
আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস এক বিবৃতিতে বলেন,
“বাংলাদেশের জন্য আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমের কাছে হস্তান্তর করতে পেরে আমরা বেশ আনন্দিত। যেখানে এক বিশাল ও নিবেদিত সমর্থকগোষ্ঠী রয়েছে। চলতি বছরের শেষদিকে বাংলাদেশে আয়োজন হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর ফলে সেখানে নারীদের খেলার মান বৃদ্ধি, পাশাপাশি সমর্থকদের সাথে ব্রডকাস্ট পার্টনারদের যোগসূত্র স্থাপনে আরও বেশি ভূমিকা রাখা সম্ভব হবে।”
টিএসএম প্রধান নির্বাহী মোহাম্মদ মইনুল হক চৌধুরী অভিব্যক্তি জানাতে গিয়ে বলেন, “আমরা আগামী দুই বছরের জন্য আইসিসি ইভেন্টগুলোর সম্প্রচার এবং ডিজিটাল স্বত্ব নিশ্চিত করতে পেরে রোমাঞ্চিত।”
আইসিসির সাথে চুক্তির পর টিএসএম নিজেদের প্রথম দায়িত্ব পালন করবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের এই জমজমাট আসর।