বাংলাদেশের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ
বাংলাদেশের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ
বাংলাদেশের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ
পাকিস্তানের সাবেক লেগ স্পিনার, ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুশতাক আহমেদ হলেন টাইগারদের নয়া স্পিন বোলিং কোচ। আজ (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কিংবদন্তি স্পিনার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই। বাংলাদেশ দলের সঙ্গী হয়ে মুশতাক আহমেদ থাকবেন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শেষ হওয়া অব্দি।
৫৩ বছর বয়সী মুশতাক আহমেদ খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দিয়েছেন। ২০০৮ থেকে ২০১৪ অব্দি ইংল্যান্ড, ২০১৮ থেকে ২০১৯ অব্দি ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০ থেকে ২০২২ অব্দি পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ অব্দি পাকিস্তান দলের বোলিং পরামর্শক ছিলেন তিনি।
নয়া দায়িত্ব পেয়ে মুশতাক আহমেদ বলেছেন: 'বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসাবে যোগ দিতে পারা আমার জন্য দারুণ সম্মানের। আমি কাজ করতে মুখিয়ে আছি। আমি আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, কারণ তাঁরা প্রশিক্ষণযোগ্য। আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশ অন্যতম বিপজ্জনক এক দল। তাঁরা যেকোন দলকে হারাতে পারে, কারণ তাঁদের সক্ষমতা, রিসোর্স ও ট্যালেন্ট রয়েছে। আমি তাদেরকে এই বিশ্বাস ভেতরে প্রবেশ করিয়ে দিতে চেষ্টা করব। আমি দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।'