ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে মুশফিক, উন্নতি হয়েছে লিটনেরও
- 1
ঢাকা ক্যাপিটালসের থিম সংয়ে সুপারস্টারদের ছড়াছড়ি
- 2
১৯ বছর পর পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল, সূচি চূড়ান্ত
- 3
বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
- 4
ঢাকা মেট্রোকে পাত্তা না দিয়ে এনসিএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর
- 5
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টে আম্পায়ারিংয়ে বাংলাদেশের সৈকত
ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে মুশফিক, উন্নতি হয়েছে লিটনেরও
ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে মুশফিক, উন্নতি হয়েছে লিটনেরও
রাওয়ালপিন্ডি টেস্টের পারফরম্যান্সে বদল এসেছে ক্রিকেটারদের র্যাংকিং অবস্থানে। মুশফিকুর রহিম ও মোহাম্মদ রিজওয়ান গত সপ্তাহে সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছেছেন। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসেরও। বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন হাসান মাহমুদ।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুশফিকের ম্যাচজয়ী ১৯১ রান তাকে ক্যারিয়ারের সেরা ১৭তম অবস্থানে সাত ধাপ এগিয়ে যেতে সাহায্য করেছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি।
পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ১৭১ স্কোর করার পরে প্রথমবারের মতো শীর্ষ ১০-এ রয়েছেন।
১৯১ রানের ইনিংস খেলা মুশফিক পান ম্যাচ সেরার পুরষ্কার। এবার আইসিসির র্যাংকিংয়ে জায়গা পেলেন নিজের সেরা স্থানে। বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্ট জিতে ১০ উইকেটের বড় ব্যবধানে।
টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটার লিটন কুমার দাস (দুই ধাপ উপরে উঠে ২৭তম)। মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে এখন ৮৫তম স্থানে। ইংল্যান্ডের জেমি স্মিথ (২২ ধাপ উপরে উঠে এসেছেন ৪২ নম্বরে)। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল (চার ধাপ উপরে উঠে ২৩তম স্থানে) এবং কামিন্দু মেন্ডিস (আট ধাপ উপরে উঠে ৩৬তম)।
আইসিসির প্রকাশিত সবশেষ টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক চতুর্থ স্থানে উঠে এসেছেন। ম্যানচেস্টারে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ব্রুকের ৫৬ ও ৩২ রানের ইনিংস তাকে তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে এনেছে।
পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ে অবদান রেখে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। ২৩ ধাপ এগিয়ে এখন ৭৪তম স্থানে। আরেক পেসার শরিফুল ইসলামের উন্নতি ৯ ধাপ, তার অবস্থান এখন ৬৪তম।