Image

ভারতের বোলিং যন্ত্রপাতি কার্যকর রাখতে চাইছেন মরকেল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বোলিং যন্ত্রপাতি কার্যকর রাখতে চাইছেন মরকেল

ভারতের বোলিং যন্ত্রপাতি কার্যকর রাখতে চাইছেন মরকেল

ভারতের বোলিং যন্ত্রপাতি কার্যকর রাখতে চাইছেন মরকেল

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগ মুহুর্তে ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মরনে মরকেল। আগামী ১৯ অক্টোবর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিছেন সাবেক এই প্রোটিয়া বোলার।

বিসিসিআই থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় ভারতীয় দল সম্পর্কে মরকেন বলেন, 'প্রথম দিনের অনুশীলনে দেখলাম ক্রিকেটারদের। ভারতীয় দলের ক্রিকেটাররা কতটা পেশাদার দেখে আমি অবাক। এটি একটি ভাল লক্ষণ।'

ভারতীয় খেলোয়াড়দের সাথে কাজ করার অভিজ্ঞতা আগেও আছে মরকেলের। কেননা তিনি কোচিং করিয়েছেন আইপিএলে।দ্রুত খেলোয়াড়দের সাথে মানিয়ে নেয়া সম্পর্কে মরকেল বলেন, 'আমি এখন নতুন সেটআপের সঙ্গে যুক্ত হয়েছি, আমি ভারতীয় দলের সাথে একটি দুর্দান্ত যাত্রা এবং সময়ের অপেক্ষায় রয়েছি। ক্রিকেটারদের সঙ্গে দ্রুত ভালো সম্পর্ক তৈরি করা অত্যন্ত জরুরি। আমি আমার দেখা কিছু খেলোয়াড়ের বিপক্ষে অনেক খেলেছি এবং আইপিএল খেলা কিছু খেলোয়াড়ের সাথেও চেনা জানা রয়েছে। এই বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।'

নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, 'আমি খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নই। আমি খুব দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করেও এগোই না, আমার লক্ষ্য খুব ছোট ছোট পরিবর্তন করা। এই দলে রোহিত, বিরাট, বুমরাহ, জাদেজার মতো সিনিয়র ক্রিকেটার আছেন তাঁরাই মূলত লিড করেন। আমার কাজ তাদের সহায়তা করা।'

বিসিসিআইয়ের কাছে মরকেলের ব্যাপারে সুপারিশ করেছিলেব মূলত ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীম। গম্ভীরের কাছ থেকে ভারতের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়ে কি অনুভূতি হয়েছিল সে ব্যাপারে তিনি বলেন,

‘যখন আমি কলটি শেষ করি, আমি প্রায় পাঁচ মিনিটের জন্য ঘরে বসে এটি নিয়ে ভাবছিলাম। আমি প্রথম আমার বাবাকে ফোন করি। তিনি আমার সাথে কথা বলেছিলেন। আমি এমনকি আমার স্ত্রীর কাছেও যাইনি। সাধারণত স্ত্রীর কাছেই প্রথমে যায়, কিন্তু এবার আমি আমার বাবার সঙ্গে কথা বলেছি। একজন ক্রিকেট ভক্ত হিসেবে কী ঘটতে চলেছে তা উপলব্ধি করা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। তাই আমি এটি প্রায় ৫ থেকে ৭ মিনিট উপভোগ করেছি। প্রথমে নিজে এবং পরে পরিবারের সাথে ভাগ করে নিয়েছি। এটি একটি সুযোগ এবং আমি খুব আনন্দিত যে আমি এখানে আছি।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three