Image

পাকিস্তান শাহীনসের নেতৃত্ব হারিসের কাঁধে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান শাহীনসের নেতৃত্ব হারিসের কাঁধে

পাকিস্তান শাহীনসের নেতৃত্ব হারিসের কাঁধে

পাকিস্তান শাহীনসের নেতৃত্ব হারিসের কাঁধে

অস্ট্রেলিয়ার ডারউইনে আগামী ৪-১৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া দুটি একদিনের ম্যাচ এবং নয় দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য মোহাম্মদ হারিসকে পাকিস্তান শাহিনসের সাদা বলের অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে।

হারিস সর্বশেষ কলম্বোতে এসিসি মেনস ইমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৩-এ পাকিস্তান শাহিনসের অধিনায়ক ছিলেন। ফাইনালে, পাকিস্তান শাহিনস ভারতকে ১২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো।

১৯-২২ জুলাই এবং ২৬-২৯ জুলাই বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য পাকিস্তান শাহিনস ইতিমধ্যেই ডারউইনে রয়েছে। ৯ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে পাকিস্তানের ৫০ ওভারের ম্যাচগুলো যথাক্রমে ৪ ও ৬ আগস্ট নর্দান টেরিটরি এবং বাংলাদেশ ‘এ’-এর বিপক্ষে হবে। 

টি-টোয়েন্টি সিরিজের অন্যান্য অংশগ্রহণকারী দলগুলো হল এসিটি কমেটস, বাংলাদেশ ‘এ’, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কোর্চার্স, নর্দান টেরিটরি স্ট্রাইক, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং তাসমানিয়া।

সাদা বলের ম্যাচের জন্য সাতটি পরিবর্তন আনা হয়েছে। আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাস, আরিফ ইয়াকুব, জাহানদাদ খান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ইমরান জুনিয়র এবং উসমান খান খেলবেন কামরান গুলাম, খুররম শাহজাদ, মেহরান মুমতাজ, মোহাম্মদ আলী, মুবাসির খান, তৈয়ব তাহির এবং উমর আমিনের  জায়গায়।

পাকিস্তান শাহিনসের স্কোয়াড: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আবদুল ফাসিহ, আরাফাত মিনহাস, আরিফ ইয়াকুব, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, জাহানদাদ খান, কাশিফ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইমরান জুনিয়র, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, শাহনওয়াজ দাহানি ও উসমান খান

পাকিস্তানের দুটি ১ দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৬ আগস্ট। এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০,১১,১৩,১৫,১৬,১৭ আগস্ট।

Details Bottom